
আধুনিক পদ্ধতিতে ভুট্টা জমিতে আগাছা দমন
আগাছা দমনের পদ্ধতি;
ভুট্টা ক্ষেতের থেকে দুই ভাবে আগাছা দমন করা যাই,
- জমি কুপিয়ে বা নিড়িয়ে আগাছাদমন।
- আগাছানাশক প্রয়োগে আগাছাদমন।
- জমি কুপিয়ে বা নিড়িয়ে আগাছাদমন পদ্ধতি;
- বর্তমান সময় ভুট্টা ক্ষেতের জমিতে আগাছা দমনের জন্য পুরনো পদ্ধতির মত জমি নিড়ানো প্রয়োজন হয় না তবে অনেক ক্ষেত্রে এর প্রয়োজন দেখা যাই ।
- এই জন্য জমিতে দিন মজুরের মাধ্যমে কোদাল দিয়ে ভুট্টার পিলি বা লাইন বরাবর কুপিয়ে আগাছা দমন করা যাই। এই পদ্ধতি অবলম্বন করা খুবি কস্টকর এবং অনেক অর্থ খরচ হয়।
- আগাছানাশক প্রয়োগে আগাছাদমন;
- এই পদ্ধতিতে আগাছা দমনের জন্য ভুট্টা রোপনের পর ভুট্টার বয়স ২৫ থেকে ৫৫ দিনের মধ্য হলে,আগাছা পরিপুরর্ণ ভাবে জন্মায় তাই এই সময়টা আগাছা দমনের জন্য সঠিক সময় ।
- তাই এই পদ্ধতিতে আগাছা দমনের জন্য ভুট্টার জমিতে স্প্রে ঢমের মাধ্যমে পানির সাথে, (এট্রাজিন ৫০% + মেসোট্রিয়ন ৫%) গ্রুপের ভুট্টার আগাছানাশক ওষুধ স্প্রে করলে। ভুট্টা ক্ষেতের থেকে আগাছা দূর হয়, এতে ভুট্টার কোন ক্ষয়ক্ষতি হয় না। এছাড়াও অনেক কম অর্থের প্রয়োজন হয়।
- এই আগাছানাশক ব্যবহার করলে কী কী ঘাস মরবে ?
- (এট্রাজিন ৫০% + মেসোট্রিয়ন ৫%) গ্রুপের আগাছানাশক ব্যবহার করলে মুথা,বড়চচা,কাঁটানটে,জয়না, মালঞ্চ,বথুয়া, সহ ইত্যাদি আগাছা দূর হয়।
- সব থেকে পরিচিত (এট্রাজিন ৫০% + মেসোট্রিয়ন ৫%) গ্রুপের আগাছানাশকের নাম হলো : মেইজ ক্লিন ৫৫ এসসি। ইত্যাদি।
মেইজ ক্লিন ৫৫ এসসি বাদেও বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারে এই একই গ্রুপের আগাছানাশক বিক্রি করছে।
আপনি চাইলে মেইজ ক্লিন ৫৫ এসসি। আপনার আসেপাশের দোকান অথবা অনলাইনে ঘরে বসেই হোম ডেলিভারিতে কিনতে পারবেন। কিনতে ক্লিক করুন।
আধুনিক পদ্ধতিতে ভূট্রার জমিতে আগাছা দমন
আগাছা দমনের পদ্ধতি;
ভুট্টা ক্ষেতের থেকে দুই ভাবে আগাছা দমন করা যাই,
- জমি কুপিয়ে বা নিড়িয়ে আগাছাদমন।
- আগাছানাশক প্রয়োগে আগাছাদমন।
- জমি কুপিয়ে বা নিড়িয়ে আগাছাদমন পদ্ধতি;
- বর্তমান সময় ভুট্টা ক্ষেতের জমিতে আগাছা দমনের জন্য পুরনো পদ্ধতির মত জমি নিড়ানো প্রয়োজন হয় না তবে অনেক ক্ষেত্রে এর প্রয়োজন দেখা যাই ।
- এই জন্য জমিতে দিন মজুরের মাধ্যমে কোদাল দিয়ে ভুট্টার পিলি বা লাইন বরাবর কুপিয়ে আগাছা দমন করা যাই। এই পদ্ধতি অবলম্বন করা খুবি কস্টকর এবং অনেক অর্থ খরচ হয়।
- আগাছানাশক প্রয়োগে আগাছাদমন;
- এই পদ্ধতিতে আগাছা দমনের জন্য ভুট্টা রোপনের পর ভুট্টার বয়স ২৫ থেকে ৫৫ দিনের মধ্য হলে,আগাছা পরিপুরর্ণ ভাবে জন্মায় তাই এই সময়টা আগাছা দমনের জন্য সঠিক সময় ।
- তাই এই পদ্ধতিতে আগাছা দমনের জন্য ভুট্টার জমিতে স্প্রে ঢমের মাধ্যমে পানির সাথে, (এট্রাজিন ৫০% + মেসোট্রিয়ন ৫%) গ্রুপের ভুট্টার আগাছানাশক ওষুধ স্প্রে করলে। ভুট্টা ক্ষেতের থেকে আগাছা দূর হয়, এতে ভুট্টার কোন ক্ষয়ক্ষতি হয় না। এছাড়াও অনেক কম অর্থের প্রয়োজন হয়।
- এই আগাছানাশক ব্যবহার করলে কী কী ঘাস মরবে ?
- (এট্রাজিন ৫০% + মেসোট্রিয়ন ৫%) গ্রুপের আগাছানাশক ব্যবহার করলে মুথা,বড়চচা,কাঁটানটে,জয়না, মালঞ্চ,বথুয়া, সহ ইত্যাদি আগাছা দূর হয়।
- সব থেকে পরিচিত (এট্রাজিন ৫০% + মেসোট্রিয়ন ৫%) গ্রুপের আগাছানাশকের নাম হলো : মেইজ ক্লিন ৫৫ এসসি। ইত্যাদি।
মেইজ ক্লিন ৫৫ এসসি বাদেও বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারে এই একই গ্রুপের আগাছানাশক বিক্রি করছে।
আপনি চাইলে মেইজ ক্লিন ৫৫ এসসি। আপনার আসেপাশের দোকান অথবা অনলাইনে ঘরে বসেই হোম ডেলিভারিতে কিনতে পারবেন। কিনতে ক্লিক করুন।