এইম গোল ৬৫ ডব্লিউডিজি
এইম গোল ৬৫ ডব্লিউডিজি একটি স্পর্শক,আংশিক অন্তর্বাহী, পাকস্থলী ক্রিয়া ও ট্রান্সলেমিনার গুণসম্পন্ন কীটনাশক। এইম গোল ৬৫ ডব্লিউডিজি এ-র ভিতরে আছে প্রতি কেজিতে ৫০ গ্রাম বাইফেনথ্রিন, ১০০ গ্রাম পাইরিডাবেন ও ৫০ গ্রাম থায়োডিকার্ব। এইম গোল মূলত ভিন্নভিন্ন প্রজাতীর পোকা দমনের জন্য আদর্শ কীটনাশক । এই কীটনাশক চিবিয়ে খাওয়া পোকা যেমন লেদা পোকা, কাটুই পোকা, মাজরা, ফল আর্মি ওয়ার্ম, আঁচা পোকা, বোলওয়ার্ম, ফ্রুট বোরার, কাটুই পোকা, পামরি পোকা, চুঙ্গি পোকা (Leptosteges vestaliella), ডগা ও ফল ছিদ্রকারী পোকা, বিটল। এটি কিছু শোষক পোকা যেমন জাবপোকা, থ্রিপস, হোয়াইটফ্লাই ও মাকড় গুলি সরাসরি স্পর্শে আসলে দমন হয়। এটি সবজি, ফল, ধান, চা, ভুট্টা ও তুলাসহ বিভিন্ন ফসলে ব্যবহার করা যায়। সাধারণত প্রতি লিটার পানিতে ১ থেকে ১.৫ গ্রাম হারে প্রয়োগ করতে হয়, যা ফসল ও পোকার প্রকৃতির ওপর নির্ভর করে।
এইম গোল ৬৫ ডব্লিউডিজি কীটনাশকের কার্যপদ্ধতি ও গুণাগুণ
এইম গোল ৬৫ ডব্লিউডিজি এটি ৩ টি কীটনাশক উপাদানের সমন্বয়ে তেরি করা হয়েছে সেগুলি হলো বাইফেনথ্রিন + পাইরিডাবেন + থায়োডিকার্ব । এই কীটনাশকের গুনাবলি ও কার্যপদ্ধতি নিচে উল্লেখ করা হলো:
-
-
- বাইফেনথ্রিন (Bifenthrin): এটি একটি broad-spectrum insecticide যা প্রধানত বাইটিং (চিবিয়ে খাওয়া) পোকা ও কিছু শোষক পোকা দমন করে। যেমন: গাছের পাতার ক্ষতি করে এমন শুঁটকি পোকা, পোকামাকড় যেমন পিপড়া, লেদা পোকা, উইপোকা, ঝিঝি পোকা, ঘুঘরা, মশা, শুয়ো পোকা ইত্যাদি। বাইফেনথ্রিনের স্পর্শক ও পেটে বিষক্রিয়া ঘটাতে পারে এমন গুনাবলি আছে। এটি গাছ বা পাতার গায়ে লেগে থাকা অবস্থায় পোকা যদি স্পর্শ করে বা খায়, তখন কাজ করে।
- পাইরিডাবেন (Pyridaben): এটি প্রধানত শোষক পোকামাকড় ও মাকড়ের বিরুদ্ধে কার্যকর। যেমন: হলুদ মাকড়, লাল মাকড়, থ্রিপস, হোয়াইটফ্লাই, জাবপোকা, লিফ হপার। পাইরিডাবেন স্পর্শক গুণসম্পন্ন গুনাবলি আছে। এটি মাইট, থ্রিপস, হোয়াইটফ্লাই-এর মতো শোষক পোকাকে সরাসরি স্পর্শের মাধ্যমে দমন করে।
- থায়োডিকার্ব (Thiodicarb): থায়োডিকার্ব হলো কার্বামেট শ্রেনীর কীটনাশক । এটি চিবিয়ে খাওয়া পোকা যেমন ক্যাটারপিলার, বোলওয়ার্ম, কাটওয়ার্ম, বিটলস, লিফ ফোল্ডার, লুপার-এর বিরুদ্ধে বিশেষত কার্যকর। থায়োডিকার্ব এর গুনাগুণ হলো পেটে বিষক্রিয়া এবং স্পর্শক ও অন্তর্বাহী ভাবে কাজ করে -এর মাধ্যমে কাজ করে এবং মূলত লেপিডোপটেরা (মথা বা প্রজাপতি জাতীয় পোকা) ও কিছু কোলিওপ্টেরা (বিটল জাতীয় পোকা) যেমনঃ মাজরা, মথ, লার্ভা, শুয়োপোকা ইত্যাদি দমন করে। পোকা গাছ বা পাতা খেলে বিষক্রিয়ায় মারা যায়, আবার স্পর্শ করলেও কাজ করে। পাতার উপরের দিকে স্প্রে করলে পাতার নিচে পোছে যাই ও সম্পুর্ণ গাছের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে।
-
যে সকল ফসলে ব্যবহার করবেন:
ধান, সিম, ভূট্টা, চা, বেগুন, ঢেঁড়স, মুগ, বরবটি ও কলাই সহ বিভিন্ন ফসল।
যে সকল পোকা মরবে:
লেদা পোকা, কাটুই পোকা, আর্মি ওয়ার্ম, পাতা মোড়ানো পোকা, চুঙ্গি পোকা, পাতা মোড়ানো পোকা, সাদা মাছি, জাব পোকা, মাকড়, লাল মাকড়, স্পাইডার মাকড়, থ্রিপস, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, বিটল, বল ওয়ার্ম, শুয়োপোকা ইত্যাদি ।
ব্যবহারবিধি
-
-
- ফসল: ধান, সিম, ভূট্টা, চা, বেগুন, ঢেঁড়স, মুগ, বরবটি ও কলাই সহ বিভিন্ন ফসল।
- পোকা: লেদা পোকা, কাটুই পোকা, আর্মি ওয়ার্ম, পাতা মোড়ানো পোকা, চুঙ্গি পোকা, পাতা মোড়ানো পোকা, সাদা মাছি, জাব পোকা, মাকড়, লাল মাকড়, স্পাইডার মাকড়, থ্রিপস, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, বিটল, বল ওয়ার্ম, শুয়োপোকা ইত্যাদি ।
- ব্যবহার পদ্ধতি: এইম গোল ৬৫ ডব্লিউডিজি পানির সাথে মিশিয়ে ফসলের উপর স্প্রে করে প্রয়োগ করতে হয়। ১১ শতাংশ জমির জন্য ১৬ লিটার পানি স্প্রে করতে হবে এবং ১ লিটার পানির জন্য ১ গ্রাম এইম গোল ৬৫ ডব্লিউডিজি প্রয়োগ করতে হয়। তবে ফসল ভেদে প্রয়োগ মাত্রা ভিন্নভিন্ন হতে পারে।
- সাবধানতা: এইম গোল ৬৫ ডব্লিউডিজি এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে। খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না। ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
-
প্রডাক্ট এর নাম: এইম গোল ৬৫ ডব্লিউডিজি
প্যাক সাইজ: ১০০ গ্রাম
মূল উপাদান: বাইফেনথ্রিন ৫% + পাইরিডাবেন ১০% + থায়োডিকার্ব ৫০%
রেজিষ্টেশন: AP-6040
বাজারজাতকারী কোম্পানি: টেনস এগ্রো লিমিটেড
প্রয়োগমাত্রা:
ফসল |
পোকা |
প্রতি লিটারে |
৩৩ শতাংশ জমির জন্য |
ধান |
কালো মাজরা, হলুদ মাজরা, লেদা পোকা, গাছ ফড়িং ইত্যাদি |
০.৯ মিলি |
৫০ গ্রাম |
চা |
লাল মাকড়, হলুদ মাকড় |
০.৮ মিলি |
৫০ গ্রাম |