কাউন্সিল প্রাইম
কাউন্সিল প্রাইম ২০ এস সি কী?
কাউন্সিল প্রাইম ২০ এস সি একটি শক্তিশালী সিস্টেমিক গুণ সম্পন্ন আগাছানাশক, এর ভিতরে আছে প্রতি কেজিতে আছে ২০০ গ্রাম ট্রায়াফেমন। এটি ধান ফসলের আগাছা দমনের জন্য ব্যবহার করতে হয়।
কাউন্সিল প্রাইম ২০ এস সি কী কী আগাছা মরবে?
কাউন্সিল প্রাইম ২০ এস সি ব্যবহারে আগাছা যেমনঃ শ্যামা, ক্ষুদে শ্যামা, মুথা, বিরকিন্নি, দূর্বা ঘাস, চেঁচড়া, হলদে মুথা, বড় চুচা, জয়না ইত্যাদি।
কাউন্সিল প্রাইম ২০ এস সি এর ব্যবহার সময়:
কাউন্সিল প্রাইম ২০ এস সি ব্যবহারের জন্য অবশ্যই ধানের সকল আগাছা জন্মিয়ে সামান্ন বড়ো হতে হবে তাই ধানের বয়স ১৬ - ৩০ দিন হলে কাউন্সিল প্রাইম ২০ এস সি ব্যবহার করতে হয়।
কাউন্সিল প্রাইম ২০ এস সি ব্যবহার পদ্ধতি :
ধান জমিতে ২-৩ ইন্সি পানি থাকা অবস্থায় কাউন্সিল প্রাইম ২০ এস সি সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। সারের সাথে ব্যবহারের জন্য ৫০ শতক জমিতে ৩০ মিলি কাউন্সিল প্রাইম ২০ এস সি সারের সাথে মিশিয়ে সারগুলি জমিতে ছিটাতে হবে, এবং লক্ষ রাখতে হবে জমিতে অবশ্যই ৩-৫ দিন পানি আটকে রাখতে হবে।
প্রয়োগমাত্রা:
ফসল |
আগাছা |
৫০ শতক জমিতে |
ধান |
শ্যামা, বিরকিন্নি, দুর্বা, চেঁচড়া, হলদে মুথা, ইত্যাদি |
৩০ মিলি |
সাবধানতা !
- কাউন্সিল প্রাইম ২০ এস সি এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
- কাউন্সিল প্রাইম ২০ এস সি খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না।
- ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
প্যাকেট সাইজ:
৩০ মিলি।
মূল উপাদান:
ট্রায়াফেমন ২০% ।
বাজারজাতকারক কোম্পানি:
বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশ ( Bayer CropScience Limited, Bangladesh )