ডায়নামিক ৪০ ইসি কী?
ডায়নামিক ৪০ ইসি একটি খুবি গন্ধ এবং স্পর্শক পাকস্থলী, অন্তর্বাহী অর্গানোফসফরাস গ্রুপের কীটনাশক, এর ভিতরে আছে প্রতি লিটারে ৪০০ মিলি ডাইমেথোয়েট। এটা প্রধানত কীটপতঙ্গ তাড়াতে ও মারতে ব্যবহৃত হয়।
ডায়নামিক ৪০ ইসি ব্যবহার :
ডায়নামিক ৪০ ইসি খুবি গন্ধ যুক্ত কীটনাশক তাই এর ব্যবহারে পোকামাকড় নিয়ন্ত্রণ সহ ইঁদুর জমি থেকে পালিয়ে যায় ও সংস্পর্শে আসলে মারা যায়। ইদুর নিয়ন্ত্রণের জন্য ফসলের জমিতে ডায়নামিক ৪০ ইসির ডোজ বাড়িয়ে স্প্রে করতে হবে এতে ইঁদুর পালাবে অথবা মারা যাবে।
পোকা :
হলুদ মাছি, মশা, পাতা মোড়ানো পোকা, সবুজ গাছ ফড়িং, বাদামি গাছ ফড়িং, এফিড, গান্ধী পোকা, জ্যাসিড, হপার, সাদা মাছি, ইঁদুর।
ব্যবহার পদ্ধতি :
প্রতি ১ লিটার পানিতে ১.২ মিলি হারে অথবা ১৬ লিটার স্প্রে ড্রামে ২০-২৫ মিলি ডায়নামিক ৪০ ইসি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
সাবধানতা !
- ডায়নামিক ৪০ ইসি এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
- এটি খুবি গন্ধ কীটনাশক তাই পরিবেশ বিবেচনায় ব্যবহার ও খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না।
- ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
প্যাকেট সাইজ :
১০০ মিলি।
মূল উপাদান :
ডাইমেথোয়েট ৪০% ।
বাজারজাতকারী কোম্পানি :
এসএএম এগ্রো কেমিক্যাল (SAM Agro Chemical)
প্রয়োগমাত্রা :
ফসল |
পোকামাকড় |
প্রয়োগমাত্রা প্রতি লিটারে |
চা |
লাল মাকড়, চা’য়ের মশা |
১.৫ মিলি |
লাল শাক, সাদা শাক |
মাকড় |
১.৫ মিলি |
ধান |
পাতামোড়ানো পোকা, সবুজ পাতাফড়িং, বাদামী গাছফড়িং, থ্রিপস, পামরীপোকা, চুঙ্গিপোকা, গান্ধিপোকা, নলিমাছি |
১.৫ মিলি |
শিম, বরবটি, আলু, বেগুন, শাক-সবজি, সরিষা |
জাব পোকা |
১.৫ মিলি |
আম |
হপার |
১.৫ মিলি |
পটল |
মশা, রস খেকো পোকা |
১.৫ মিলি |
তুলা |
জাব পোকা |
১.৫ মিলি |