ইরেজার ৪১ এসএল
ইরেজার ৪১ এসএল একটি গ্লাইফোসেট (glyphosate) সমৃদ্ধ অন্তর্বাহী সর্বোপরি আগাছানাশক, মানে জমিতে অবস্থিত সকল প্রকার উদ্ভিদ ও আগাছা দমন করে। ইরেজার ৪১ এসএল উদ্ভিদের উপর প্রয়োগ করলে এটি উদ্ভিদের পাতা, কাণ্ড ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে উদ্ভিদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে উদ্ভিদের এঞ্জাইমকে ধ্বংস করে। ইরেজার ৪১ এস এল এর ভিতরে আছে প্রতি ১ কেজিতে ৪১০ গ্রাম গ্লাইফোসেট (glyphosate) যা আগাছানাশক বা ঘাস পুরোপুরি ধ্বংস করে। এটি খালি মাঠ অথবা পরিত্যক্ত জমিতে আগাছা, ঘাস পরিষ্কারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে।
ইরেজার ৪১ এস এল কেন ব্যবহার করবেন ?
জমিতে প্রচুর পরিমানণে আগাছা জন্মালে বা খালি মাঠ পরিত্যক্ত, বড়ো উদ্ভিদের ফল বাগানের ভিতর প্রচুরা উদ্ভিদ বা আগাছা জন্মালে এই সমস্ত উদ্ভিদ ও আগাছাকে দমনের জন্য ইরেজার ৪১ এসএল প্রয়োগ করতে হয়। মনে রাখবেন ইরেজার ৪১ এসএল ফসল ভরা জমিতে ব্যবহারের জন্য নয়। জমি থেকে ফসল সংগ্রহের পর জমিটাকে আগাছা মুক্ত করণের জন্য ইরেজার ৪১ এসএল ব্যবহার হয় সর্বোত্তম সমাধান। এটি ব্যবহারে জমির সমস্তপ্রাকার আগাছার শিকড় ও গোড়া থেকে নির্মূল হয় এতে জমি দীর্ঘস্থায়ী ভাবে নতুন করে আগাছা জন্মাতে পারে না।
উপকারিতা
-
-
- সকল আগাছা নিয়ন্ত্রণ: ইরেজার ৪১ এসএল বা গ্লাইফোসেট বিভিন্ন ধরনের একবীজপত্রী ও দ্বিবীজপত্রী আগাছা, এমনকি কঠিন ও বহুবর্ষজীবী আগাছা দমনে অত্যন্ত কার্যকরী।
- ব্যাপক ব্যবহার: এটি ফল বাগান, পরিত্যক্ত জমি, গ্লাইফোসেট-সহিষ্ণু ফসলের জমিতে ব্যবহার করা যায়।
- লাঙল বাদে চাষ: সকল প্রকার আগাছা দমন হয় এইজ জন্য ফসল রোপণের পূর্বে আগাছা দমনের জন্য বাড়তি চাষ দেওয়া বা লাঙল দেওয়ায় প্রয়োজন হয় না।
- আগাছার বীজ নির্মূল: এর ব্যবহারে ভাদাইল ঘাসের আগাছার গোড়ার বীজকে নষ্ট করে।
- সময় ও খরচ সাশ্রয়: আগাছা দমনে শ্রমিক ও অন্যান্য পদ্ধতির তুলনায় এটি অনেক ক্ষেত্রে সাশ্রয়ী ও সময় বাঁচায়।
- পরিত্যক্ত জমিতে ব্যবহার: রাস্তা, রেলপথ, শিল্প এলাকা এবং অন্যান্য অকৃষি জমিতে আগাছা নিয়ন্ত্রণে এটি কার্যকর।
- ফসল উৎপাদন বৃদ্ধি: কার্যকর আগাছা নিয়ন্ত্রণের মাধ্যমে ফসলের বৃদ্ধি ভালো ও ফলন বাড়ে।
-
তবে, ইরেজার ৪১ এসএল বা গ্লাইফোসেট সঠিক মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।
ব্যবহারবিধি
-
-
- ফসল: খোলা মাঠ,পরিত্যক্ত জমি, বড়ো উদ্ভিদের ফলের বাগানের আগাছা সহ কচুড়ি পানা নির্মূলে ব্যবহার করা হয়।
- সময়: ইরেজার ৪১ এসএল যে জমিতে প্রয়োগ করবেন তখন অবশ্যই লক্ষ রাখবেন জমিটার মাটি নরম বা একটা সেচ দেওয়ার পর ইরেজার ৪১ এসএল ব্যবহার করবেন এমনটা করলে বেশি রেজাল্ট পাবেন। পরিবেশে খরা বা অতিরিক্ত তাপ হলে তখন ইরেজার ৪১ এসএল জমিতে প্রয়োগ করবেন না।
- আগাছা: শ্যামা ,ক্ষুদে শ্যামা, বিরকিনি , দূর্বা (Poaceae etc), শুষনি (waterclover), চেচড়া,ভাদাইল ঘাস (Java grass), কচুরিপানা (Water hyacinths), বেতো শাক, হলদে মুথা সহ বিভিন্ন আগাছা।
- সময়: জমিতে যখন সম্পূর্ণ ভাবে আগাছা জন্ম নিয়ে যায় তখন এটি ব্যবহার করতে হবে।
- প্রয়োগ পদ্ধতি: ইরেজার ৪১ এসএল পানির মধ্য মিশিয়ে আগাছার উপর স্প্রে করে ব্যবহার করতে হয়।
- সতর্কতা: পরিবেশে খরা বা অতিরিক্ত তাপ হলে তখন ইরেজার ৪১ এসএল জমিতে প্রয়োগ করবেন না। তবে তখন প্রয়োগ করতে হলে জমিতে সেচ দেওয়ার পর প্রয়োগ করবেন বা লক্ষ রাখবেন জমির মাটি নরম বা পানির উপস্থিতি থাকে ।
-
প্রোডাক্ট নাম: ইরেজার ৪১ এসএল
প্যাক সাইজ: ১ লিটার
মূল উপাদান: গ্লাইফোসেট ৪১%
লাইসেন্স এবং রেজিস্ট্রেশন: AP-5143
বাজারজাতকারী কোম্পানি: স্মার্ট এগ্রোভেট
প্রয়োগ মাত্রা
|
স্থান ও জমি ও ফসল |
আগাছা |
প্রতি লিটার পানিতে |
|
পরিত্যক্ত জমি, বড়ো ফল বাগান ইত্যাদি স্থান |
সকল প্রকার আগাছা |
৫–৮ মিলি |
|
আম বাগানের আগাছা |
সকল প্রকার আগাছা |
৫ মিলি |
|
বড়ো গাছ যেমনঃ আম, নারিকেল, কাঠাল, মেহেগুনি, সেগুন ইত্যাদি |
গাছ |
১৫ মিলি |