নিক্তি
নিক্তি ৮.৮ ইসি কী ?
- নিক্তি ৮.৮ ইসি একটি বিশেষ ধরনের আগাছানাশক যা জমি থেকে বিশেষ কিছু আগাছা দমন করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কারন নিক্তি ৮.৮ ইসি এর মধ্য আছে কুইজালোফপ-পি-ইথাইল যা পাট,মুগ,কলাই,ড্রাগন,পটল সহ বিভিন্ন ফসলের জমি থেকে আগাছাকে নিধন করে এবং মূল ফসল কে বাচিয়ে রাখে।
ব্যবহারে কি কাজ করেঃ
- নিক্তি ৮.৮ ইসি তে প্রতি লিটারে কুইজালোফপ-পি-ইথাইল আছে ৮৮ গ্রাম। যা পাট,ঝাল,পটল,ও চওড়া পাতা জাতীয় ফসলে ব্যবহার করলে ওই সকল জমি থেকে শ্যামা,বিরগানি,আদাগেটে,দুব্লা সহ অন্যান্ন সকল চিকন পাতা জাতীয় আগাছা নির্মূল করে।
কখন ব্যবহার করবেনঃ
- যখন জমিতে আগাছার বয়স কম বা মধ্যম বয়সি হয় তখন “নিক্তি” ব্যবহার করার উত্তম সময়।
কীভাবে ব্যবহার করবেনঃ
- ব্যবহারের জন্য প্রতি ১৬ লিটার পানিতে ২৫ (মিলি নিক্তি ৮.৮ ইসি) ভালোভাবে মিশিয়ে জমিতে স্প্রে করতে হবে ।
কোন কোন ফসলে ব্যবহার করবেন:
- পাট
- পটল
- বেগুন
- মুগ ,কলাই
- তিল
- সরিসা
- লাউ
- কুমড়া
- আলু
- ড্রাগন
- ঝাল
প্রস্তুতকারক কোম্পানির নাম :
- ন্যাশনাল এগ্রিকেয়ার ।
প্রয়োগমাত্রা :
- প্রতি ১৬ লিটার পানিতে ২৫ মিলি নিক্তি ৮.৮ ইসি মিশিয়ে ভালো ভাবে স্প্রে করতে হবে
ফসল |
আগাছা |
১৬ লিটার পানিতে |
পাট |
শ্যামা,বিরকিনি,খুদে শ্যামা,দুব্লা |
২৫ মিলি |
মরিচ |
শ্যামা,বিরকিনি,খুদে শ্যামা,দুব্লা |
২৫ মিলি |
ড্রাগন |
শ্যামা,বিরকিনি,খুদে শ্যামা,দুব্লা |
২৫ মিলি |
লাউ |
শ্যামা,বিরকিনি,খুদে শ্যামা,দুব্লা |
২৫ মিলি |
পটল |
শ্যামা,বিরকিনি,খুদে শ্যামা,দুব্লা |
২৫ মিলি |
লাল শাক |
শ্যামা,বিরকিনি,খুদে শ্যামা,দুব্লা |
২৫ মিলি |