টাইব্যাক
টাইব্যাক ১০ এসসি ব্যবহারে কী কাজ হয় ?
টাইব্যাক ১০ এসসি তে আছে প্রতি কেজিতে ১০০ গ্রাম বিসপাইরিব্যাক সোডিয়াম আছে যা ধানের জমি থেকে বিভিন্ন আগাছা যেমন : শ্যামা, ক্ষুদে শ্যামা, এরাইল, হলদে মুথা, বড় চেচড়া, ছোট চেচড়া, বড় চূচা, জৈনা, ঝিল মরিচ, শুশনি শাক, ইত্যাদি ঘাস কে ধ্বংস করে আপনার জমি কে আগাছা মুক্ত করে।
ফসল: ধান ।
কি কি আগাছা মারবে :
- টাইব্যাক ধানের জমি থেকে শ্যামা, ক্ষুদে শ্যামা, এরাইল, হলদে মুথা, বড় চেচড়া, ছোট চেচড়া, পানি ডগা, বড় চূচা, জৈনা, ঝিল মরিচ, শুশনি শাক, ইত্যাদি ঘাস ধ্বংস করে।
কিভাবে ব্যবহার করবেন :
- টাইব্যাক ১০ এসসি ব্যাবহার করার জন্য প্রতি ১৬ লিটার পানিতে ৫০ মিলি গ্রাম টাইব্যাক ১০ এসসি পানিতে ভালোভাবে মিশিয়ে ফসলে স্প্রে করতে হবে। অথবা সারের সাথে টাইব্যাক ১০ এসসি মিশিয়ে সমস্ত জমিতে ছিটিয়ে দিতে হবে।
সতর্কতা :
- টাইব্যাক ১০ এসসি একটি স্পর্শক, পাকস্থলীয় ও শ্বাসরোধক ক্রিয়াসম্পন্ন কেমিকাল যা মানুষের শরিরের প্রবেশ করলে খিচুনি সহ বমিবমি ভাব ও মৃত্যু হতে পারে। তাই “টাইব্যাক” দ্বারা আক্রান্ত হলে আক্রান্ত হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন ।
ব্যবহার মাত্রা :
- ১৬ লিটার পানিতে ৫০ মিলিগ্রাম স্প্রে করতে হবে । অথবা ১০০ গ্রাম টাইব্যাক ১০ এসসি ওষুধ সারের সাথে মিশিয়ে সম্পূর্ণ ৩৩ শতক জমিতে ছিটিয়ে দিতে হবে।
ব্যবহারের সময় :
- ধানের বয়স অবশ্যই ১০ থেকে ৩০ দিনের ভিতরে হতে হবে এবং ধানের জমি শুকনো অথবা হালকা শুকনো হতে হবে বিদ্র: ধানের জমি অনেক ভেজা অথবা কাদাময় থাকলে টাইব্যাক ১০ এসসি ব্যবহার করবেন না।
প্রোডাক্টের কোম্পানির নাম : সুইট এগ্রোভেট লিমিটেড (Sweet Agrovet Ltd.)
প্রয়োগ মাত্রাঃ
ফসল |
আগাছা |
১৬ লিটার পানিতে |
ধান অথবা খালি জমি |
শ্যামা,ক্ষুদে শ্যামা, এরাইল, হলদে মুথা, বড় চেচড়া, ছোট চেচড়া , পানি ডগা, বড় চূচা, জৈনা, ঝিল মরিচ, শুশনি শাক, ইত্যাদি। |
“৫০ মিলি গ্রাম” |