কৃষি ঘর ডটকম | Krishi Ghor | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582
Featured image

মিলিবাগ দমন পদ্ধতি, ও দমনে কার্যকর সকল কীটনাশক।

মিলিবাগ দমন পদ্ধতি, ও দমনে কার্যকর সকল কীটনাশক। 

 

🐛🪲 মিলিবাগ কী? 

মিলিবাগ ফসলের জন্য ক্ষতিকর #পোকা। এই পোকা ফসলের কান্ড ও পাতার রস চুষে খায়। ও কান্ডে বাসা বাধে।

 

⚡📉 মিলিবাগের ক্ষতিকর দিকঃ

মিলিবাগ একটি রস শোষণকারী পোকা তাই এরা গাছের রস চুষে খায় তাই ফসল অসুস্থ হয় এবং ফলনের হ্রাস পায়। এছাড়াও এরা ফসলে বিভিন্ন রোগবালাই ও ভাইরা বহন করতে পারে।

 

👀🐛 মিলিবাগ চেনার উপায়:

মিলিবাগ পোকার রং সাদাটে ও গায়ে সাদা সাদা পাউডার থাকে এবং এরা একত্রে কলোনি আকারে বসবাস করে। #মিলিবাগ আক্রান্ত কাণ্ড ও পাতায় ফসলের গায়ে সাদাটে গুড়া লেগে থাকে।

নিচে মিলিবাগের কিছু ছবি দেওয়া হলো

 

🐛🌿 মিলিবাগ দমন পদ্ধতিঃ

নিজের শখের #বাগান থাকলে কেবল হাতদিয়ে পিষে মিলিবাগ দমন করা যাই। কিন্তু নিজস্ব প্রজেক্ট বা ফসলের পরিমাণ বেশি হলে কীটনাশক প্রয়োগ করতে হয়। 

 

🌿💦🧪 মিলিবাগ কী কীটনাশক ব্যবহার করবেন? 

মিলিবাগ দমনের জন্য পদ্ধতিগত কীটনাশক (systemic pesticides) ব্যবহার করতে হয় যেমন  “ইমিডাক্লোপ্রিড” ওথবা “ক্লোরপাইরিফস” অথবা “অ্যাসিটামিপ্রিড” যুক্ত রাসায়নিক কীটনাশক।

 

নিচে বাজারে বিদ্যমান কিছু কার্যকর কীটনাশকের নাম উল্লেখ করা হলোঃ

 

ইমিডাক্লোপ্রিড যুক্ত কীটনাশকের নামঃ

 

  1. ইমিটাফ ২০ এস এল (তরল)
  2. ইনোভা সুপার ২০০ এস এল (তরল)

 

অ্যাসিটামিপ্রিড যুক্ত কীটনাশকের নামঃ

 

  1. চন্দ্রা ২০ এস পি
  2. মানিক ২০ এস পি
  3. তুন্দ্রা ২০ এস পি
  4. লাইসেটা ২০ এস পি

 

ক্লোরপাইরিফস যুক্ত কীটনাশকের নামঃ
  1. ট্রাফ ৪৮ ইসি
  2. কাছির ৪৮ ইসি
  3. টাইফস ৪৮ ইসি
  4. নাইট্রো ৫০৫ ইসি
  5. জি-ফাইভ ৫৫ ইস
  6. শাইন ৫৫ ইসি
  7. চুম্বক ৫৫ ইসি
  8. এসিমিক্স ৫৫ ইসি

 

💢 কীটনাশকের ব্যবহার পদ্ধতিঃ

মিলিবাগ দমনের জন্য ব্যবহৃত কীটনাশক স্প্রের মাধ্যমে মিলিবাগের গায়ে লাগানোর চেষ্টা করতে হবে। এভাবে ব্যবহার করলে সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যাবে।