লাইসেটা
লাইসেটা ২০ এসপি কী ?
লাইসেটা ২০ এসপি এর মধ্য আছে প্রতি কেজিতে ২০০ গ্রাম এসিটামিপ্রিড এইটা একটি শক্তিশালী কীটনাশক এটা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ নিধণে ব্যবহৃর হয়। এটি কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া করে হত্যা করে ।
ব্যবহার বিধিঃ
- লাইসেটা ২০ এসপি পরিমান মত ছোট পাত্রে নিয়ে অল্প পরিমান পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাকিয়ে নিয়ে গুলিয়ে ফেলি। পরে স্প্রে মেশিনে প্রয়োজনীয় পরিমান পানিতে ভালভাবে মিশিয়ে স্প্রে করুন।
সাবধানতাঃ
- লাইসেটা ২০ এস পি (Lyceta 20 SP) গায়ে এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় নাক, মুখ ঢেকে নিন। কোন রকম গন্ধ নেয়া, শরীরে লাগানো ও স্বাদ নেয়া নিষেধ। স্প্রে করার পর শরীর ও কাপড় চোপড় সাবান এবং পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। ব্যবহারের পর খালি প্যাকেটটি পুড়িয়ে ফেলুন অথবা নষ্ট করে মাটিতে পুঁতে ফেলুন। লাইসেটা ২০ এসপি ব্যবহারের পর ১৪-২১ দিন পর্যন্ত ক্ষেতে হাঁস-মুরগী ও গৃহপালিত পশু প্রবেশ করতে দেবেন না এবং ক্ষেতের ফসল খাবেন না।
বিষক্রিয়ার লক্ষণঃ
- লাইসেটা ২০ এস পি (Lyceta 20 sp) বিষক্রিয়া করলে বমি বমি ভাব, মাথা ধরা, অস্থিরতা, শ্বাসকষ্ট, দূর্বলতা, খিঁচুনি বুক ধরফড় করা, চোখ মুখ লাল হয়ে যাওয়া, লালা নিঃসরন ইত্যাদি লক্ষন দেখা দিতে পারে।
প্রাথমিক চিকিৎসা:
- লাইসেটা ২০ এস পি (Lyceta 20 Sp) চোখে বা গায়ে লাগলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভুল করে গলধঃকরন করলে সাথে সাথে অল্প পরিমান লবন মিশ্রিত গরম পানি খাইয়ে বা গলায় আঙ্গুল দিয়ে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। অতি সত্ত্বর রোগীকে কীটনাশকের প্যাকেট সহ ডাক্তারের কাছে নিন।
গুদামজাতকরণ:
- লাইসেটা ২০ এসপি খাদ্যদ্রব্য ও পশুখাদ্য থেকে নিরাপদ দূরত্বে শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে মজুদ করুন।
বাজারজাতকরণ কোম্পানিঃ সুইট এগ্রোভেট লিমিটেড
প্রয়োগমাত্রা :
ফসল |
পোকার |
(১৬ লিটার পানিতে) |
বেগুন |
এফিড |
২০ গ্রাম |
ধান |
বাদামি ফড়িং,বিছা পোকা, ইত্যাদি |
২০ গ্রাম |
তুলা /আম |
এফিড, জেসিড ও সাদা মাছি |
২০ গ্রাম |