ফেরোমন টোপ
ম্যাজিক ফেরোমন কী ?
ম্যাজিক ফেরোমন একটি সেক্স ফেরোমন এ-র ভিতরে আছে এক ধরণের জৈব রাসায়নিক পদার্থ (সেমিও ক্যামিকেল) যা কোন নির্দিষ্ট প্রজাতির স্ত্রী পোকা কর্তৃক নিঃসৃত হয়। এটি ঐ প্রজাতির পুরুষ পোকাকে প্রজনন কার্যে আকৃষ্ট করে। ফেরোমন ফাঁদ এর মাধ্যমে পুরুষ পোকা সমূহ প্রজনন কার্যে আকৃষ্ট হয়ে ফাঁদে আসে কিন্তু ফাঁদে স্ত্রী পোকা না থাকায় লিওর/টোপ এর চার পাশে ঘুরতে থাকে ফলে এক পর্যায় মাছি ফেরোমন স্পর্শ করলে কিছুক্ষণের ভিতরে মারা যায়।
ম্যাজিক ফেরোমন এ-র কার্যকারিতা :
ম্যাজিক ফেরোমন টোপ, এটি কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা নির্মূলে ব্যবহার করতে হয়।
এটি আম, জাম, কাঠাল জাতীয় ফলের বাগানে সর্বোচ্চ ৮০ দিন পর্যন্ত কার্যকর থাকে, তবে সবজি জাতীয় ফসলের ক্ষেতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত কার্যকর থাকে।
ম্যাজিক ফেরোমন যে ফসলে ব্যবহার করবেন :
কুমড়া, পটোল, আম, মিষ্টি কুমড়া, লাউ ও ইত্যাদি ফসল।
টোপে যে সকল পোকা আসবে :
হলুদ মাছি বা মাছি পোকা।
ফেরোমন ফাঁদ স্থাপন পদ্ধতি :
-
- ম্যাজিক ফেরোমন টোপটি অবশ্যই বড়ো কোত্রিকোনাকার ভাবে কর্তিত বৈয়ামের মধ্য স্থাপন করে টোপটি বৈয়ামের মাঝ বরাবর সুতা দিয়ে
- ফেরোমন টোপটি ঝুলিয়ে দিতে হবে।
- ফুল ও ফল যে উচ্চতায় থাকে ঠিক সে উচ্চতায় ফেরোমন ফাঁদটি দুটি খুঁটির সাহায্যে শক্তভাবে বেঁধে দিতে হবে।
- ম্যাজিক ফেরোমন ব্যবহারে বৈয়মের ভিতরে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই।
প্রয়োগবিধি :
-
- প্রতি ৩৩ শতক জমিতে ১২-১৫ ফেরোমন ফাঁদ দিতে হবে এবং ফাঁদ বর্গ আকারে স্থাপন করতে হবে।
- প্রতি ২ শতাংশ জমির জন্য ১ টি ফাঁদ বা প্রতি বিঘা জমিতে ১২-১৫ টি ফাঁদ ব্যবহার করতে হবে।
প্যাক সাইজ :
১ প্যাকেটের ভিতর ৩ টি ফেরোমন টোপ আছে।
বাজারজাতকারী কোম্পানি :
হিরা এগ্রো ইন্টারন্যাশনাল