
লাল শাক ও সবুজ শাকের গোড়া পচা, পাতার নিচে সাদা স্পট বা সাদা মরিচা (White Rust) রোগ দমনের কার্যকর সমাধান Red Amaranth Disease
পাতার নিচে স্পট বা সাদা মরিচা (White Rust) রোগঃ
লাল শাক যখন মাঝ বয়সি তখন ও তার আগে পরে সাদা মরিচা (White Rust) রোগের আক্রমণ শুরু হয়। এটি একটি ছত্রাক জনিত রোগ তবে এ-ই রোগটি প্রাথমিক অবস্থায় বোঝা যায় না কারণ রোগটা পাতার নিচে অবস্থান করে এতে মানুষের লক্ষ্যে তেমন আসে না, তবে আক্রমণের বেশ কিছুদিন পরে রোগটি সবার নজরে আসে।
রোগটির লক্ষণঃ
লাল শাক বা উদ্ভিদের সাদা মরিচা (White Rust) পাতার নিচে আক্রমণ করে, এবং লক্ষ করলে দেখা যায় সাদা সাদা স্পট, এ-ই স্পটের সাদা অংশটি হলো ছত্রাক। আক্রমণের কিছুদিন পর পাতাটি এলিয়ে উল্টিয়ে যায় এবং আক্রান্ত পাতাটির উপরিভাগে স্পট প্রকাশিত হয়, ও পচন ধরে এবং আক্রান্ত পাতাকে নাড়া দিলে সাদা গুড়া বা স্পোর বেরিয়ে আসে।
দমন পদ্ধতিঃ
সাদা মরিচা (White Rust) বিরুদ্ধে সব থেকে কার্যকর হলো “ কপার অক্সিক্লোরাইড ” এই উপাদান যুক্ত ছত্রাকনাশক যেমনঃ ক্লীন কপার ৫০ ডব্লিউপি, দিবালা ৪৫ ডব্লিউ পি। এটি স্প্রের মাধ্যমে লাল শাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগের কিছুদিন পর গাছ সুস্থ সবল ও ছত্রাকমুক্ত হবে। এবং গাছের কপারের চাহিদা পূরণ হবে। এছাড়াও “ মেটালেক্সিল ” যুক্ত ছত্রাকনাশক স্প্রে করলে কিছুটা রেজাল্ট পাওয়া যায়।
সমাধানঃ
কপার অক্সি-ক্লোরাইড যুক্ত ছত্রাকনাশক ব্যবহারে বেশি রেজাল্ট পাবেন যেমনঃ
মেটালেক্সিল যুক্ত ছত্রাকনাশক যেমনঃ
- রিডোমিল গোল্ড ৬৮ ডব্লিউজি
- বুম ৭২ ডব্লিউপি
- নাজাহ ৭২ ডব্লিউপি
লাল শাকের গোড়া পচা, শিকড় পচা রোগঃ
লাল শাকের গোড়া পচা রোগ হলে গোড়া ও গাছের দেহে সোপ সোপ হালকায় কালচে দাগ এবং পরে পচন ধরে ও শিকড়ে পচন ধরলে শিকড় পচে এবং গাছ নেতিয়ে যায় এবং সম্পূর্ণ গাছটি মারা যায়। গোড়া পচা রোগটি মূলত ছত্রাকজনিত রোগ। এ-ই গোড়া পচা উভয় বড় ও ছোট গাছে হতে পারে।
রোগটির লক্ষণঃ
লাল শাকের গোড়া পচা রোগ হলে গোড়া স্যাঁতসেঁতে ভেজা ও পচন দেখা যায় এবং গাছটি মৃত দেখা যায়, এ-ই রোগটি পচনের সাথে সাথে মানুষের নজরে আসে। এ-ই রোগের জন্য অগ্রিম ভাবে মাটিতে ছত্রাকনাশক ব্যবহার করলে গোড়া পচা হয় না।
গোড়া পচা, শিকড় পচা রোগের সমাধানঃ
লাল শাকে গোড়া পচা রোগ হলে অন্তর্বাহী ছত্রাকনাশক যেমনঃ কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। যেমন: নোইন ৫০ ডব্লিউ পি, ট্রাইজিম ৫০ ডব্লিউ পি ইত্যাদি। কার্বেন্ডাজিম ছত্রাকনাশক গোড়া পচা রোগের জন্য খুবি কার্যকর। এটি গাছের পাতা ও শিকড়ের মাধ্যমে শোষিত হয় ছত্রাক দমন ও প্রতিরোধ করে।
অগ্রিম ভাবে লাল শাকে গোড়া পচা রোগ থেকে বাচার জন্য জমিতে সেচের পর কার্বেন্ডাজিম ছত্রাকনাশক সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিত হয়। তবে গোড়া পচা রোগ লেগে গেলে কার্বেন্ডাজিম ছত্রাকনাশক উদ্ভিদে স্প্রে বা সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে।
জমিতে গোড়া পচা রোগ লেগে গেলে সেচ একদম কমিয়ে দিতে হবে।
কার্বেন্ডাজিম যুক্ত ছত্রাকনাশকের নামঃ
- নোইন ৫০ ডব্লিউপি
- ট্রাইজিম ৫০ ডব্লিউপি
- গোল্ডাজিম ৫০০ এস সি, ইত্যাদি ।