
ভুট্টার কাটুই পোকা ও পোকা দমনে কার্যকর সকল কীটনাশকের ব্যবহার পদ্ধতি ?
ভুট্টার কাটুই পোকার ক্ষতিকর প্রভাবঃ
ভুট্টার বয়স যখন ১০ থেকে ৩০ দিনের মধ্য থাকে তখন কাটুই পোকা ভুট্টা চারার গোড়া কেটে দেয়। এতে ওই চারাগুলি সম্পূর্ণ ভাবে মারা যাই।
এতে সম্পূর্ণ ভুট্টার চারা নষ্ট হয় । আপনি যদি কাটুই পোকার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নিতে পারেন তাহলে সম্পূর্ণ ভুট্টার ফসল ক্ষেতে নিশ্চিহ্ন হতে পারে।
কাটুই পোকা কী?
কাটুই পোকা (Cutworm) হলো একটি নিশাচর পোকা। এরা দিনের বেলায় মাটির নিচে বিভিন্ন ফাক-ফোকড়ে লুকিয়ে থাকে এবং রাত হলে ফাঁকায় বেরিয়ে কচি চারা খায়।
কাটুই-পোকা দমনে কোন কীটনাশক ব্যবহার করবেন ?
ভুট্টার কাটুই পোকা দমন করতে “সাইপারমেথ্রিন” অথবা “ল্যামডা-সাইহেলোথ্রিন” রাসায়নিক উপাদান যুক্ত কীটনাশক ব্যবহার করলে কাটুই পোকা দমন করা যায় ।
ব্যবহারঃ
কাটুই পোকা নিশাচর পোকা এটা দমনের জন্য অবশ্যই কীটনাশকটি “বিকাল” বা সন্ধ্যার সময় স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে।
বিঃদ্রঃ
কাটুই পোকা দমনের জন্য কীটনাশক সকালে বা দুপুরে স্প্রে করবেন না ।
“সাইপারমেথ্রিন” ও “ল্যামডা-সাইহেলোথ্রিন” সমৃদ্ধ কীটনাশকের কিছু নামঃ
- মেসি ১০ ইসি (ক্লীন এগ্রো)
- জুবাস ২.৫ ইসি (ইনতেফা)
- ক্যারাটে ২.৫ ইসি (সিনজেনটা)
- মার্লো ২.৫ ইসি (নেচার এন্ড কেয়ার এগ্রোঃ লিঃ)
- রেলোথ্রিন ১০ ইসি (অটো ক্রপ কেয়ার লিমিটেড)
- জি-ফাইভ ৫৫ ইসি (জিএমই এগ্রো লিঃ)
- নাইট্রো ৫০৫ ইসি ((অটো ক্রপ কেয়ার লিমিটেড))
- সেতারা ৫০৫ ইসি (মিমপেক্স লিমিটেড)