
কচুরিপানা,টোপাপানা ,ক্ষুদিপানা দমনের আগাছা নাশক ঔষধ
কচুরিপানা, টোপাপানা, ক্ষুদিপানা কেন দমন করবেন ?
শীতের মৌসুমে পানি শুকালেও টোপাপানা, কচুরিপানা, ক্ষুদিপানা স্থায়ীভাবে জমিতে থেকে চাষের জায়গা দখল করলে ফসল রোপণ অসম্ভব হয় । তাই এই সকল জমিতে বিভিন্ন ফসল যেমন: বীজতলা ,ধান রোপণ ইত্যাদি চাষ বা রোপণের জন্য অবশ্যই টোপাপানা, কচুরিপানা, ক্ষুদিপানা আগাছা মারতে হবে , আর এই আগাছা গুলি দমনে প্রয়োজন হয় আগাছানাশক ঔষধ ।
টোপাপানা, কচুরিপানা, ক্ষুদিপানা দমনে সচরাচর ব্যবহৃত আগাছা নাশক :
বাংলাদেশের অধিকাংশ কৃষক টোপাপানা, কচুরিপানা, ক্ষুদিপানা মারার জন্য “ প্যারাকোয়াট অথবা গ্লাইফোসেট ” যুক্ত আগাছা নাশক ব্যবহার করেন কিন্তু এগুলি এর বিরুদ্ধে তেমন কার্যকর নয়, কারণ এর ব্যবহারে কচুরিপানাগুলোর পাতা মরে কিন্তু কিছুদিন পর আবার নতুন পাতা জন্মিয়ে যায়। নিচে কার্যকর আগাছা নাশকের উল্লেখ করা হলো
টোপাপানা, কচুরিপানা, ক্ষুদিপানার বিরুদ্ধে সব থেকে কার্যকর আগাছা নাশক হলো “ ২ ,৪-ডি সোডিয়াম সল্ট ” অথবা “ ২, ৪-ডি এ্যামাইন সল্ট ” সমৃদ্ধ আগাছা নাশক।
- ২, ৪-ডি সোডিয়াম সল্ট
- ২, ৪-ডি এ্যামাইন সল্ট
এই দুইটির যেকোনো একটা প্রয়োগ করলে ৭ দিনের ভিতরে সমস্ত টোপাপানা, কচুরিপানা, ক্ষুদিপানা মরে ও পচে সাফ হয়ে যায়।
২,৪ ডি সোডিয়াম সল্ট, অথবা ২, ৪-ডি এ্যামাইন সল্ট যুক্ত আগাছা নাশকের নাম :
- রেজর ৮০ ডব্লিউপি ( ক্লীন এগ্রো )
- লাইক ৪৮ এস এল ( সুইট এগ্রোভেট লি:)
- ২,৪-ডি উইডার ( ম্যাকডোনাল্ড ক্রপ কে: লি: )
২, ৪-ডি সোডিয়াম সল্ট, অথবা ২, ৪-ডি এ্যামাইন সল্টের কাজ :
২, ৪-ডি সোডিয়াম সল্ট, অথবা ২, ৪-ডি এ্যামাইন সল্ট এই দুইটি উপাদান দ্বিবীজপত্রী উদ্ভিদ বা চওড়া পাতা জাতীয় উদ্ভিদ নির্মূল করে ।
সুবিধা :
- এটি ব্যবহারে কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদ মারে তাই এটিকে একবীজপত্রী ফসলের আগাছা নাশক হিসেবে ব্যবহার করা যায় ।
- এটি কচুরিপানা,টোপাপানা ,ক্ষুদিপানাকে একদম পচিয়ে দেয় তাই মৃত আগাছাকে অন্য জায়াগায় সরানোর প্রয়োজন হয় না।