
বীজতলায় ধানের চারা লাল হলুদ সাদা বর্ণ হয় চারা বড় হয় না ইত্যাদির সমস্যার সমাধান
ধানের বীজতলায় রোগবালাইয়ের আক্রমণ বিভিন্ন সমস্যা ও সমাধান জানুন
ধানের বীজতলা :
ধানের খেতে চারা রোপণের পূর্বে এই চারাগুলিকে বীজতলায় উৎপাদন করা হয় । বীজতলায় ধানের বীজ থেকে চারা উৎপাদন করা হয় এবং এখানে চারা সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত অবস্থান করে।
বাংলাদেশে ধানের বীজতলা কে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত যেমন : পাতো খোলা , বীজ খোলা ইত্যাদি ।
ধানের বীজতলার যে সকল সমস্যা হয় :
ধানের বীজতলায় বীজ রোপণের কয়েক দিনের মধ্য বিভিন্ন সমস্যার ও রোগবালয়ের উদয় হয় এমনটি হলে ধান চারা বড় হয় না ও চারা রোপণ যোগ্য থাকে না তবে আউশ মৌসুমে রোগ বালায় ও পোকার আক্রমণ বেশি হয় ও বোরো মৌসুমে রোগ বালায়ের আক্রমণ কম হয়।
ধানের বীজতলার বা ধানের পাতো খোলার বিভিন্ন সমস্যা নিচে উল্লেখ করা হলো
- বীজতলার মাত্রাতিরিক্ত শ্যাওলা বা ছেদলা
- ধানের চারা লাল বা হলুদ বর্ণ ধারণ করা
- ধানের চারায় খোল পঁচা , ব্লাস্ট এর আক্রমণ ।
- পোকার আক্রমণ ।
বীজতলায় মাত্রাতিরিক্ত শ্যাওলা বা ছেদলা :
বীজতলায় ধান ফেলার ঠিক ২০ দিনের ভিতর কিছু বীজতলায় প্রচুর পরিমাণে শেওলা বা শৈবাল জন্মায় । শেওলা গুলি পুরো বীজতলার উপরিভাগে ঢেকে ফেলে এতে ধান চারা শ্যাওলার নিচে ঢাকা পড়ে যায়। বীজতলা থেকে শেওলা গুলি সরাতে ব্যর্থ হলে ধান চারা পুষ্টিগুণের অভাবে নষ্ট হয়।
সমাধান :
ধানের বীজতলা থেকে শ্যাওলা দমনের জন্য প্রতি ১.৫ শতক জমিতে ৫০ গ্রাম তুঁতে বা copper sulphate ব্যবহার করতে হয় ।
ধানের চারা লাল , হলুদ ও সাদা বর্ণ ধারণ :
মূলত ধান বীজতলায় অতিরিক্ত শীত পড়লে চারা সাদা বর্ণ হয় আর পুষ্টিগুণ এবং নাইট্রোজেনের অভাব অথবা ছত্রাকের আক্রমণ হলে ধানের চারা লাল ও হলুদ বর্ণ ধারণ করে।
সমাধান :
অতিরিক্ত শীতে বীজতলার পানি একদম কমাতে হবে ও পরিমাণ মতো ইউরিয়া ও গন্ধক সালফার (থিয়োভিট) প্রয়োগ ও সাথে (কার্বেন্ডাজিম + ম্যানকোজেব) যুক্ত ছত্রাক নাশক স্প্রে করলে ধানের বিবর্ণ ভাব কেটে যায় এতে চারা প্রতিকূল পরিবেশে অনেকদিন গাড় সবুজ সতেজ ও রোগবালাই মুক্ত থাকে ।
ধানের চারায় খোল পঁচা , ব্লাস্ট এর আক্রমণ :
বীজতলায় আউশ মৌসুমে অথবা একটু গরম বা প্রতিকূল আবহাওয়ার সাক্ষী হলে বীজতলায় খোল পঁচা ও ব্লাস্টের আক্রমণ বেশি হয়।
সমাধান :
বীজতলায় প্রতিকূল আবহাওয়া বা খোল পচা ও ব্লাস্ট এর আক্রমণ হলে (কার্বেন্ডাজিম + ম্যানকোজেব) রাসায়নিক উপাদান যুক্ত ছত্রাক নাশক ঔষধ স্প্রে করলে খোল পচা, ব্লাস্ট দূর হয়। নিচে ঔষধের কিছু নাম দেওয়া হলো
- ম্যানসার ৭৫ ডব্লিউপি
- কারমিক্স ব্লু ৭৫ ডব্লিউপি
- টাইজেব গোল্ড ৭৫ ডব্লিউপি
- কমপ্যানিয়ন ৭৫ ডব্লিউপি
পোকার আক্রমণ :
ধানের বীজতলার মাজরা পোকার আক্রমণ ঘটে , তবে পোকার আক্রমণ আউশ মৌসুমে বেশি হয়।
সমাধান :
বীজতলার মাজরা পোকার আক্রমণ ঘটে তাই মাজরা দমনকারী কীটনাশক স্প্রে করতে হয়
যেমন :
- ভিরতাকো ৪০ ডব্লিউপি
- হারকিউলেক্স ৪০ ডব্লিউপি
- বাহাদুর ৯৫ এস জি