এন্ট্রাকল
এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি কী?
এন্ট্রাকল ৭০ ডব্লিউপি একটি প্রতিরোধক ও স্পর্শক ক্রিয়াসম্পন্ন ডাইথিওকার্বামেট গ্রুপের ছত্রাকনাশক। এ-র ভিতরে সক্রিয় আছে প্রতি কেজিতে ৭০০ গ্রাম প্রোপিনেব যা উদ্ভিদকে সতেজ করে ও রোগ প্রতিরোধ করে।
এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি কার্যকারিতা :
উদ্ভিদে এন্ট্রাকল ৭০ ডব্লিউপি প্রয়োগ করলে উদ্ভিদের ছত্রাকজনিত যেমন: লিফস্পট, পার্পল ব্লল, ডাইব্যাক সহ বিভিন্ন রোগ প্রতিরোধ ও দমন হয় এবং উদ্ভিদকে সতেজ রাখে। এছাড়াও এন্ট্রাকল ৭০ ডব্লিউপি এ-র ভিতরে কিছু মাত্রায় জিংক বিদ্যমান যা উদ্ভিদের বৃদ্ধি বাড়িয়ে দেয়।
এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি ব্যবহার সময় :
এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি সকল ফসল ও উদ্ভিদের উপরে যে কোনো সময় ব্যবহার করা যায়। উদ্ভিদ ছোট থাকলে এটি প্রয়োগে উদ্ভিদের বৃদ্ধি খুব দ্রুত হয় এবং রোগবালাই মুক্ত থাকে। এছাড়াও উদ্ভিদের পাতা ফ্যাকাশে, হালকা হলুদ, পাতায় স্পট দেখাদিলে এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি ব্যবহার করতে হয়।
এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি প্রয়োগ পদ্ধতি :
এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি ফসল ও উদ্ভিদের উপর স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হয়।
প্রয়োগমাত্রা :
ফসল |
পোকা |
৩৩ শতক জমিতে |
পেয়াজ |
পার্পল ব্লক |
১০০ গ্রাম |
আলু |
নাবী ধ্বসা |
১০০ গ্রাম |
সাবধানতা !
- এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি শিশুদের নাগালের বাহিরে রাখুন, এর স্বাদ,ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
- ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
প্যাকেট সাইজ :
১০০ গ্রাম, ৫০০ গ্রাম, ১ কেজি ।
মূল উপাদান :
প্রোপিনেব ৫০% ।
বাজারজাতকারী কোম্পানি :
বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশ (Bayer CropScience Limited, Bangladesh)