দিবালা
দিবালা ৪৫ ডব্লিউ পি কী?
দিবালা ৪৫ ডব্লিউ পি একটি অন্তর্বাহী গুণ সম্পন্ন ছত্রাকনাশক এবং স্পর্শক ব্যাকটেরিয়া নাশক। দিবালা ৪৫ ডব্লিউ পি এ-র ভিতরে আছে প্রতি কেজিতে ৪০০ গ্রাম কপার অক্সিক্লোরাইড ও ৫০ গ্রাম মেটালেক্সিল। এটি উদ্ভিদের ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত রোগ দমন ও প্রতিরোধে খুবি কার্যকর।
দিবালা ৪৫ ডব্লিউ পি এ-র উপকারী দিকঃ
- দিবালা ৪৫ ডব্লিউ পি ব্যবহার করলে উদ্ভিদের ছত্রাকজনিত রোগ দমন হয়।
- দিবালা ৪৫ ডব্লিউ পি উদ্ভিদের ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধ করে।
- দিবালা ৪৫ ডব্লিউ পি ছত্রাকের স্পোর দমন করে ছত্রাকের বংশ বিস্তার থামিয়ে দেয়।
- দিবালা ৪৫ ডব্লিউ পি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়।
- দিবালা ৪৫ ডব্লিউ পি ব্যবহার করলে গাছের কপারের চাহিদা পূরণ করে এতে গাছ সুস্থ সবল হয়।
দিবালা ৪৫ ডব্লিউ পি ব্যবহার সময়ঃ
দিবালা ৪৫ ডব্লিউ পি রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করলে খুবি ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও এটি রোগ দমনে ভালো কার্যকর। এটি যে কোনো বয়সি ফসলে ব্যবহার করা যায়, দিবালা ৪৫ ডব্লিউ পি ঢলে পড়া রোগ দমনের জন্য মাটিতে প্রয়োগ করা যায়।
দিবালা ৪৫ ডব্লিউ পি ব্যবহার পদ্ধতিঃ
দিবালা ৪৫ ডব্লিউ পি পানির সাথে মিশিয়ে স্প্রে করে ব্যবহার করা যায়। এ-ই জন্য প্রতি লিটারে ২ গ্রাম হারে প্রয়োগ করতে হয়। চাইলে দিবালা ৪৫ ডব্লিউ পি ৩৩ শতক জমিতে ১০০ গ্রাম হারে সারের সাথে মিশিয়ে মাটি শোধন, ঢলে পড়া, ক্ষতিকর ব্যাটেরিয়া দমনে ব্যবহার করা যায়।
প্রয়োগমাত্রাঃ
ফসল |
রোগ |
প্রতি লিটার পানিতে |
লাল শাক |
সাদা মরিচা, স্পট, |
২ গ্রাম |
টমেটো |
স্পট, ঢলে পড়া প্রতিরোধে |
২ গ্রাম |
পালং শাক |
সাদা মরিচা, স্পট, |
২ গ্রাম |
সাবধানতা !
- দিবালা ৪৫ ডব্লিউ পি এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
- দিবালা ৪৫ ডব্লিউ পি খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না।
- দিবালা ৪৫ ডব্লিউ পি ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
প্যাকেট সাইজ:
১০০ গ্রাম।
মূল উপাদান:
কপার অক্সি-ক্লোরাইড ৫০% + মেটালেক্সিল ৫%।
বাজারজাতকারক কোম্পানি:
গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড ( Green Bangla Agrovet Limited )