আপনি যদি ক্লীনমেটন প্রতি ১৬ লিটার পানিতে ৩০ মিলি দিয়ে ভালোভাবে মিশিয়ে মাকড় আক্রান্ত উদ্ভিদের গায়ে স্প্রে করেন তাহলে উদ্ভিদের সমস্ত মাকড় মারা যাবে এবং উদ্ভিদের পাতা চকচকে এবং সাট হবে এছাড়াও উদ্ভিদের অন্যান্য বেশকিছু পোকা দূর হয়।
ব্যবহার মাত্রা :
ফসল |
পোকার |
(১৬ লিটার পানিতে) |
পটল |
মাকড় |
২০ গ্রাম |
লাল শাগ |
মাকড় |
২০ গ্রাম |
তুলা /আম |
মাকড় |
২০ গ্রাম |