র্যাটোনিল
র্যাটোনিল কী?
র্যাটোনিল একটি খুবি কার্যকর ইঁদুরনাশক যা ঘরে অথবা ইঁদুর যুক্ত এলাকায় রাখলে ইঁদুর এই বিষ মিশ্রিত গম খায় এবং খাওয়ার পরে গমের ভিতরের ব্রোমাডিওলোন বিষাক্তায় মারা যায়।
র্যাটোনিল ব্যবহারঃ
র্যাটোনিল ( RATONIL ) ব্যবহারের জন্য ঘর বা ফসলের জমিতে এই গম গুলি রেখে দিতে হয় এবং এই গম গুলিকে ইঁদুর তার খাবার হিসেবে গ্রহণ করে এবং তার কিছুক্ষণ পরে ইঁদুর মারা যায়।
সাবধানতা :
রোমা ইঁদুর নাশক সাবানের ভিতর আছে ব্রোমাডিওলোন তাই এটি মানুষ এবং পশু-পাখির জন্য খুবি বিপজ্জনক তাই এইটাকে ছোঁয়া ও স্পর্শ থেকে বিরত খাকবেন এবং মানুষের এবং পশুর ব্যবহারিক সাবান হিসেবে ব্যবহার করবেন না । এইটা সেবনে মানুষের মৃত্য ও হতে পারে তাই দুর্ঘটনা ঘটিয়ে ফেললে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন ।
কোম্পানি :
গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড