
৫৫ ইসি বা ক্লোরপাইরিফস+সাইপারমেথ্রিন কীটনাশক সম্পর্কে বিস্তারিত তথ্য।
৫৫ ইসি
৫৫ ইসি বা ক্লোরপাইরিফস+সাইপারমেথ্রিন কী ?
ক্লোরপাইরিফস ৫০% +সাইপারমেথ্রিন ৫% এর তরল মিশ্রণকে বলা হয় ৫৫ ইসি কীটনাশক। ৫৫ ইসি এর ভিতরে বিদ্যমান আছে প্রতি কেজিতে ৫০০ গ্রাম ক্লোরপাইরিফস ও ৫০ গ্রাম সাইপারমেথ্রিন ।
বাংলাদেশের বহু কোম্পানি ৫৫ ইসি কীটনাশকের বিভিন্ন নাম দিয়ে দেশের মধ্যে বিক্রি করে । এদের নামের শেষে লেখা থাকে ৫৫ ইসি যেমন : সাইন ৫৫ ইসি, এখানে “সাইন” হলো বাজারজাতকারক কর্তৃক কোম্পানির দেওয়া নাম এবং “৫৫ ইসি” হলো কীটনাশক গ্রুপের নাম ।
উদ্ভিদ ও ফসলে পোকার আক্রমণ হলে ৫৫ ইসি কীটনাশক প্রয়োগ করলে ফসলের পাতার গায়ে লেগে থাকে তখন ওই পাতা বা ফল পোকামাকড় খেলে বা সরাসরি সংস্পর্শে আসলে পোকামাকড় মারা যায়।
ক্লোরপাইরিফস কী?
ক্লোরপাইরিফস একটি রাসায়নিক কেমিক্যাল যা ফসলের পোকামাকড় দমনে ব্যবহার হয়। ক্লোরপাইরিফস পোকামাকড়ের খাবারের মাধ্যমে পাকস্থলীতে প্রবেশ করলে প্যারালাইজড হয়ে মারা যায়।
সাইপারমেথ্রিন কী?
সাইপারমেথ্রিন ও একটি রাসায়নিক কেমিক্যাল যা ফসলের পোকামাকড় দমনে ব্যবহার হয়। সাইপারমেথ্রিন সরাসরি পোকামাকড়ের শরীরে লাগলে পোকামাকড় মারা যায় ।
কার্যকারিতা :
যেসকল পোকা পাতা বা ফলের গা কুঁরে কুঁরে খায় সেই সকল পোকা দমনে ৫৫ ইসি কীটনাশক ভালো কার্যকর।
বি.দ্র:
যে সকল পোকা পাতার রস চুষে খায় যেমন: সাদামাছি,কারেন্ট পোকা এই পোকার বিরুদ্ধে ৫৫ ইসি কীটনাশক ভালো কার্যকর নয়।
৫৫ ইসি এর সুবিধা :
৫৫ ইসি পোকামাকড়ের গায়ে লাগলে সাথে সাথে হত্যা করে এবং ফসলের পাতা ও ফল বিষাক্ত করে দেয়,তাই পরবর্তীতে বেঁচে থাকা পোকামাকড় এই বিষযুক্ত খাবার খেয়ে মারা যায়।
ফসল :
লাউ,কুমড়া,বেগুন,ভুট্টা,পটল,সিম,আলু,লাল শাক,পালং শাক,চিচিঙ্গা সহ বিভিন্ন ফসল।
পোকা :
লেদাপোকা,হপার,বিছা-পোকা,মাছি,আর্মি ওয়ার্ম,মাজরা, শুয়ো পোকাসহ বিভিন্ন পাতাখেকো পোকা।
সাবধানতা !
- জি-ফাইত ৫৫ ইসি এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
- খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না।
- ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
প্রয়োগমাত্রা :
বাংলাদেশে যে-সকল ৫৫ ইসি বা (ক্লোরপাইরিফস ৫০% +সাইপারমেথ্রিন ৫%) কীটনাশক পাওয়া যাই এর অধিকাংশ প্রতি ১৬ লিটারের স্প্রে মেশিনে ১৬-২০ মিলি ৫৫ ইসি মিশিয়ে স্প্রে করতে হয় ।