কৃষি ঘর ডটকম | Krishi Ghor | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
Featured image

ফসলের নেমাটোড , শিকড়ে গুটি , Root-knot দমন পদ্ধতি ও নেমাটোড নাশক ঔষধ

ফসলের নেমাটোড / নিমাটোড / শিকড়ে ওল / শিকড়ে গুটি / শিকড় ফোলা কী; 

ফসলের শিকড় ফুলে যাওয়া,শিকড়ে গুটি বাধা, জট বাধা এই সকল  লক্ষণ দেখাদিলে বলা হয় ঐ ফসলের নেমাটোড। 

 

নেমাটোড  (নিমাটোড) কী কেনঃ

যখন ফসলের শিকড় জমির মাটিতে থাকা কৃমির “Roundworms” দ্বারা আক্রান্ত হলে নেমাটোড বা নিমাটোড হয়। 

 

    • নেমাটোড কী কী ক্ষতি করে: নেমাটোড ফসলের শিকড়ে আক্রমণ করে  সিকড় থেকে রস চুষে, এছাড়া শিকড়ের ভিতর ছিদ্রকরে তাদের ভাসা বানায় এতে শিকড়ের আকার বদলে ওই স্থানে গুটি গুটি জটা বাধে,এক এক পরিস্থিতিতে গাছ নেতিয়ে যাই অনেক সময় গাছ মারা যায়। 
  • কোন কোন ফসলে নেমাটোড হয়ঃ বাংলাদেশে প্রাধানত ধান,পটোল,আলু,টোমেটো  ইত্যাদি ।
  • নেমাটোড কোথাথেকে আসেঃ ফসলের জমিতে যখন অতিরিক্ত কৃমির আর্ভিরভাব হয় তখন এই জমিতে চাষকৃত ফসলে নিমাটোড সৃষ্টি হয় ।

 

নেমাটোড (নিমাটোড) দমনঃ

 

  • কীটনাশকের মাধ্যমে: কীটনাশকের মাধ্যমে নেমাটোড দমনের জন্য জমিতে “কার্বোফুরান” ৫জি বা “ক্লোথিয়ানিডিন” ৫জি জাতীয় গ্রুপের দানাদার মাত্রা অনুযায়ী ব্যবহার করলে নেমাটোড থেকে মুক্তি পাওয়া যাই । 
  • কোন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেনঃ “কার্বোফুরান” ৫জি বা “ক্লোথিয়ানিডিন” ৫জি দুইটার মধ্য “ক্লোথিয়ানিডিন” ৫জি জাতীয় দানাদার ব্যবহার করলে বেশি ফলাফল পাওয়া যাবে যেহেতু এটি  একটি নতুন প্রজন্মের দানাদার ।