
গমের আগাছা দমনে কোন আগাছা নাশক ঔষধ ব্যবহার করবেন ?
গমের আগাছা ক্ষতিকর দিক :
গম একটি শীতকালীন ফসল এর জমিতে প্রচুর পরিমাণে শীতকালীন আগাছা জন্মায় , আর এই আগাছা মাটির সকল পুষ্টি উপাদান শোষণ করে তাই গম তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় না। এই জন্য আগাছারত জমিতে গম চাষে ভালো ফলন পাওয়া সম্ভব না সুতরাং আগাছা দমন খুবই জরুরি।
গম ফসলে যে সকল আগাছার জন্মায় :
শ্যামা , বিরকিন্নি , চেঁচড়া , বথুয়া , বনপালং , বনগীমা , মুথা , শেঁয়াল কাটা , কাঁটানটে , জয়না , শাঁকনটে।
গমে কোন আগাছানাশক ঔষধ প্রয়োগ করবেন ?
গম ফসলের আগাছা দমনের জন্য বাজারে বিভিন্ন আগাছানাশক আছে তার ভিতর অনেক কম সংখ্যক ঔষধ আছে যেগুলি ভালো কার্যকর , তবে এর মধ্য “ কার্ফেন্ট্রাজোন - ইথাইল “ রাসায়নিক উপাদান যুক্ত আগাছানাশক সবথেকে বেশি কার্যকর এটির ব্যবহারে প্রাই সকল আগাছা মারা যায়।
নিচে “ কার্ফেন্ট্রাজোন - ইথাইল “ যুক্ত আগাছানাশকের নাম দেওয়া হলো
কার্ফেন্ট্রাজোন - ইথাইল যুক্ত আগাছা নাশকের নাম :
ব্যবহার সময় :
গম রোপণের ঠিক ১৮ থেকে ৩২ দিনের ভিতর আগাছা নাশক ব্যবহার করতে হয় ।
হ্যামার ২৪ ইসি ব্যবহারে যে-সকল আগাছা মরবে :
শ্যামা , বিরকিন্নি , চেঁচড়া , বথুয়া , বনপালং , বনগীমা , মুথা , শেঁয়াল কাটা , কাঁটানটে , জয়না , শাঁকনটে ।