এবাটিন
এবাটিন ১.৮ ইসি কী ?
এবাটিন ১.৮ ইসি পরিবেশবান্ধব জৈব বালাইনাশক এটি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন । এবাটিন ১.৮ ইসি এর ভিতরে আছে প্রতি কেজিতে ১৮০ গ্রাম এবামেকটিন। যা ফসলের ক্ষতিকর পোকা যেমন: লাল মাকড়, নেমাটোড দমনের জন্য ব্যবহার করতে হয়।
এবাটিন ১.৮ ইসি এ-র কার্যকারিতা :
উদ্ভিদে মাকড়ের আক্রমণ হলে এরা পাতার রস চুষে খায় তাই পাতা নিচের দিকে কুঁকড়িয়ে যায়, পাতায় ফোটা ফোটা ও ছোপ দাগ হয়, পাতার নিচে লক্ষ করলে খুবি ক্ষুদ্র ক্ষুদ্র মাকড় দেখাযায়। এমনটি হলে এবাটিন ১.৮ ইসি স্প্রে করতে হবে। এবাটিন ১.৮ ইসির প্রথম স্প্রের ৬-৭ দিন পর পুনরায় ব্যবহার করলে ফসলে মাকড়ের কোনো অস্তিত্ব থাকে না। তাই পরপর ২ বার ব্যবহার করা উত্তম।
এবাটিন ১.৮ ইসি ব্যবহার পদ্ধতি :
এবাটিন ১.৮ ইসি পানিতে মিশিয়ে স্প্রের মাধ্যমে ফসলের পাতা ও গাছ লক্ষ করে স্প্রে করতে হয়।
যে সকল ফসলে ব্যবহার করবেন :
পটল, সিম, আলু, ভূট্টা, চা, বেগুন, ঢেঁড়স, মুগ, বরবটি ও কলাই সহ বিভিন্ন ফসল।
যে সকল পোকা মরবে :
লাল মাকড়, নেমাটোড, কটোন বোল ওয়ার্ম।
প্রয়োগমাত্রা :
প্রতি ১ লিটার পানিতে ১.৫ মিলি হারে এবং ১৬ লিটার স্প্রে ঢমে ২৫ মিলি এবাটিন ১.৮ ইসি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
সাবধানতা !
এবাটিন ১.৮ ইসি এর স্বাদ নেয়া থেকে বিরত থাকতে হবে।
খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না।
ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
প্যাকেট সাইজ :
১০০ মিলি।
মূল উপাদান :
এবামেকটিন ১.৮% ।
বাজারজাতকারক কোম্পানি :
ন্যাশনাল এগ্রিকেয়ার (National AgriCare)