হাতিয়ার
হাতিয়ার ৫ ইসি কী?
হাতিয়ার ৫ ইসি একটি কীটপতঙ্গ রোধী পরিবেশবান্ধব কীটনাশক এর ভিতরে প্রতি কেজিতে ৫০ গ্রাম লুফেনিউরণ আছে, যা বিভিন্ন ফসলের পোকামাকড় নির্মূল করে। যেটা পোকামাকড়ের শরীরে প্রবেশ করলে বংশবিস্তারের ক্ষমতা হারিয়ে যায় ও ক্ষুধা মন্দার সৃষ্টি হয় এবং কীটপতঙ্গ মারা যায় ।
হাতিয়ার ৫ ইসি কীভাবে কাজ করে?
হাতিয়ার ৫ ইসি এর মধ্যে আছে লুফেনিউরন। যেটা পরিবেশ থেকে কীটপতঙ্গ ও তার খাবার এবং বংশবিস্তার কে নিষ্ক্রিয় করে দিয়ে কীটপতঙ্গ নিধন করে।
ফসল:
- ধান,পাট,বেগুন,পটল,ঝাল,পেয়ারা,সিম,মুগ,মসুর,ভুট্টা,বরবটি,লাউ,কুমড়া সহ সকল ফসল ।
পোকা:
- বিছা পোকা (Centipedes),উই পোকা (Termite),জেসিড পোকা ,এফিড (Aphid),মাজরা (Stem Borer),কারেন্ট পোকা (brown planthoppers),হপার (Leafhoppers)সাদা মাছি (Myzus persicae),লেদা পোকা (cutworm),হলুদ মাছি (Oriental Fruit Fly),ফড়িং (grasshopper),কালো জাব,ঝিঁঝিঁ,বিটল,গান্ধি পোকা, ইত্যাদি।
কীভাবে ব্যবহার করবেন?
ব্যবহারের জন্য প্রতি ১৬ লিটার পানিতে ২০ থেকে ২৫ মিলি হাতিয়ার ৫ ইসি পানির সাথে মিশিয়ে ফসলে ভালোভাবে স্প্রে করতে হবে।
বাজারজাতকরণ কোম্পানি : ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Eon Agro Industries Ltd.)
ব্যবহার মাত্রা:
- ১৬ লিটার পানিতে ২০-২৫ মিলি হাতিয়ার ৫ ইসি
ফসল |
পোকা |
১৬ লিটার পানিতে |
ধান |
ফড়িং,মাজরা, |
২৫-৩০ মিলি |
বেগুন |
পাতা ও ফল এবং ফুল ছিদ্রকারি পোকা |
২৫-৩০ মিলি |
শিম |
পাতা ও ফল এবং ফুল ছিদ্রকারি পোকা,লেদা পোকা |
২৫-৩০ মিলি |