ব্যাকট্রো ডি
ইস্পাহানি ব্যাকট্রো ডি ফেরোমন কী?
ইস্পাহানি ব্যাকট্রো ডি একটি সেক্স ফেরোমন এ-র ভিতরে উপাদান হিসেবে আছে মিথাইল ইউজেনল জৈব রাসায়নিক পদার্থ যা কিছু পোকার প্রজাতির নির্দিষ্ট প্রজাতির স্ত্রী পোকা কর্তৃক নিঃসৃত হওয়া হরমনের ন্যায় । ব্যাকট্রো ডি কিছু পোকার প্রজাতির পুরুষ পোকাকে প্রজনন কার্যে আকৃষ্ট করে এবং পুরুষ পোকা সমূহ প্রজনন কার্যে আকৃষ্ট হয়ে ব্যাকট্রো ডি ব্যবহারিত ফাঁদের মধ্য পতিত হয়ে ফাদের চার পাশে ঘুরতে থাকে এবং এক পর্যায়ে পোকাগুলি ফাঁদের মধ্য বিদ্যমান সাবান মিশ্রিত পানিতে পড়ে মারা যায়।
ইস্পাহানি ব্যাকট্রো ডি ফেরোমন ব্যবহার ক্ষেত্র
ইস্পাহানি ব্যাকট্রো ডি ফেরোমন টোপ, এটি কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা নির্মূলে ব্যবহার করা হয়। এটি আম, জাম, কাঠাল জাতীয় ফলের বাগানে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে, তবে সবজি জাতীয় ফসলের ক্ষেতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত কার্যকর থাকে।
পোকা:
ফলের মাছি পোকা ।
ইস্পাহানি ব্যাকট্রো ডি ফাঁদ স্থাপন পদ্ধতি:
-
-
- ইস্পাহানি ব্যাকট্রো ডি ফেরমন টোপটি অবশ্যই বড়ো কোত্রিকোনাকার ভাবে কর্তিত বৈয়ামের বা ছোট ছোট ছিদ্র বিদ্যমান বৈয়ামের মধ্য স্থাপন করে টোপটি বৈয়ামের মাঝ বরাবর সুতা দিয়ে ফেরোমন টোপটি ঝুলিয়ে দিতে হবে।
- গাছের ফুল ও ফল যে উচ্চতায় থাকে ঠিক সে উচ্চতায় ফেরোমন ফাঁদটি খুঁটির সাহায্যে শক্তভাবে বেঁধে স্থাপন করতে হবে।
- বৈয়মের ভিতরে ডিটারজেন্ট পাউডার বা সাবান মিশ্রিত পানি রাখতে হবে।
-
ব্যবহারবিধি
-
-
- প্রয়োগবিধি: প্রতি ৩৩ শতক জমিতে ১২-১৫ ব্যাকট্রো ডি ফেরোমন ফাঁদ দিতে হবে এবং ফাঁদ বর্গ আকারে স্থাপন করতে হবে।
- মাত্রা: প্রতি ২ শতাংশ জমির জন্য ১ টি ফাঁদ বা প্রতি বিঘা জমিতে ১২-১৫ টি ফাঁদ ব্যবহার করতে হবে।
- পোকা: ফলের মাছি পোকা ।
- সাবধানতা: টোপের গায়ে পানি না লাগাবেন না। প্রতি ৭ দিন অন্তর বৈয়মের সাবান মিশ্রিত পানি পরিবর্তন করবেন।
-
প্যাক সাইজ: ১ প্যাকেটের ভিতর ২ টি ফেরোমন টোপ আছে।
মূল উপাদান: মিথাইল ইউজেনল ৯৮% ।
রেজিষ্টেশন: এপি (বায়ো)- ৩
বাজারজাতকারী কোম্পানি: ইস্পাহানি এগ্রো লিমিটেড