মর্টার
মর্টার ৪৮ ইসি কী ?
মর্টার ৪৮ ইসি একটি স্পর্শক, পদ্ধতিগত, পাকস্থলী, শ্বাসরোধী ক্রিয়া সম্পন্ন কীটনাশক। মর্টার ৪৮ ইসি এর ভিতরে আছে প্রতি কেজিতে ৪৮০ গ্রাম ক্লোরপাইরিফস যা পোকার খাবারে,নিঃশ্বাসে,ও ত্বকে স্পর্শ করলে পোকা সাথে সাথে মারা যায়।
মর্টার ৪৮ ইসির ব্যবহার ক্ষেত্র :
মর্টার ৪৮ ইসি সকল ফসলে ব্যবহার করা যায় , তাই ফসলের বিভিন্ন পোকা যেমন: এফিড, মাজরা, হপার,বিছা পোকা,বিটল,ফড়িং ইত্যাদি পোকার আক্রমণ হলে পোকাগুলি দমনে মর্টার ৪৮ ইসি পানিতে মিশিয়ে স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হয়। এছাড়াও মাটিতে বসবাসকারী পোকা যেমন: ঘুগরা পোকা,উঁই পোকা, কাটুই পোকাসহ বিভিন্ন পোকা দমনে মর্টার ৪৮ ইসি মাটিতে স্প্রে বা ছিটিয়ে ব্যবহার করতে হয়।
যে সকল ফসলে ব্যবহার করা যাবে :
মর্টার ৪৮ ইসি ব্যবহারে কোন নির্দিষ্ট ফসলের ওপর সীমাবদ্ধতা নেই, এটি সকল ফসলের জন্য প্রযোজ্য। তাই আপনি চাইলে ধান, পাট, টমেটো, ঝাল, আখ, ড্রাগন, কচু, মসুর, পেয়ারা, পটল, কলাই, মুগ, খেসারি, ছোলা, কলা, সরিষা সহ সকল ফসলে ব্যবহার করা যাবে।
যে সকল পোকা মরবে :
মর্টার ৪৮ ইসি ব্যবহারে ব্লাক এফিড, এফিড, সাদা মাছি (এইটা কম মরবে ) , কালো জাব, কাটুই পোকা, উঁই পোকা, লেদা পোকা, মাজরা, হপার, বিছা পোকা, বিটল, ফড়িং, ঘুগরা পোকা, ঝিঁঝি পোকা পোকা মরবে।
ব্যবহার পদ্ধতি :
মর্টার ৪৮ ইসি মাত্রা অনুযায়ী পানিতে মিশিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে ফসলে স্প্রে করতে হয়, অথবা মাটির ভিতরে বসবাসকারী পোকা দমনের জন্য মাটিতে ছিটিয়ে ব্যবহার করতে হয়।
মূল উপাদান :
ক্লোরপাইরিফস ৪৮%।
প্যাকেট সাইজ :
৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি।
বাজারজাতকারী কোম্পানি :
ন্যাশনাল এগ্রিকেয়ার ( National AgriCare )
সাবধানতা !
- মর্টার ৪৮ ইসি এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
- খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না।
- ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
প্রয়োগমাত্রা :
প্রতি ১৬ লিটার পানির জন্য ২০-৫০ মিলি মর্টার ৪৮ ইসি মিশিয়ে ফসলে স্প্রে করতে হয়।