অক্সিফ্লোর
অক্সিফ্লোর ২৩.৫ ইসি কী ?
অক্সিফ্লোর ২৩.৫ ইসি একটি আগাছা নাশক। এইটা পেঁয়াজ, রসুন,কপি ফসলের মধ্যকার আগাছা নিধনে ব্যবহার হয় ।
অক্সিফ্লোর ২৩.৫ ইসি কীভাবে কাজ করেঃ
অক্সিফ্লোর ২৩.৫ ইসি এর মধ্য আছে প্রতি ১ লিটারে ২৩৫ মিলি আক্সিফ্লুরফেন (Oxyfluorfen) তাই এটি ডাইফেনাইল ইথার আগাছানাশক। অক্সিফ্লোর ২৩.৫ ইসি এর মধ্যকার Oxyfluorfen আগাছার পাতা বা শেকড়ের মাধ্যমে শোষিত হয়ে আগাছার এনজাইকে বাধা প্রাদান করে, এতে আগাছার ক্লোরোফিল উৎপাদন ও কোষ ঝিল্লি পুরোপুরি ধ্বংস হয়।
ব্যবহার পদ্ধতিঃ
অক্সিফ্লোর ২৩.৫ ইসি শুকনো জমিতে ব্যবহার করতে হবে। ব্যবহারের ৩-৪ দিন পরে সেচ দেওয়া যাবে ।
সাবধানতা !
- ভেজা জমিতে অক্সিফ্লোর ২৩.৫ ইসি ব্যবহার না করা উত্তম ।
- অক্সিফ্লোর ২৩.৫ ইসি এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে ।
- খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না ।
- ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন ।
ফসলঃ
পেঁয়াজ, রসুন ।
আগাছাঃ
বথুয়া, শ্যামা, কাঁটানটে, বিরকিন্নি, শেয়াল কাঁটা, শাঁকনটে, বনতুলসি সহ বিভিন্ন আগাছা দমন করে।
মূল উপাদানঃ আক্সিফ্লুরফেন ২৩.৫% (Oxyfluorfen)
প্যাকেট সাইজঃ ২৫ মিলি
বাজারজাতকারী কোম্পানিঃ ক্লীন এগ্রো (Clean Agro)
প্রয়োগ মাত্রাঃ
প্রতি বিঘা (৩৩ শতক) জমিতে ২৫ মিলি অক্সিফ্লোর ২৩.৫ ইসি পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে ।
১৬ লিটার পানিতে ১০ মিলি অক্সিফ্লোর ২৩.৫ ইসি মিশিয়ে স্প্রে করতে হবে ।