সলোমন
সলোমন ৩০ ওডি কী?
সলোমন ৩০ ওডি একটি স্পর্শক, অন্তর্বাহী গুণসম্পন্ন এবং পাইরেথ্রয়েড ও নিয়োনিকোটিনয়েড শ্রেণীর কীটনাশক। সলোমন ৩০ ওডি এ-র ভিতরে আছে প্রতি লিটারে ৯০ মিলি বিটা-সাইফ্লুথ্রিন এবং ২১ মিলি ইমিডাক্লোপ্রিড। এটি ব্যবহার করে বিভিন্ন শ্রেণীর পোকা দমন করা যায়।
সলোমন ৩০ ওডি প্রয়োগে কী কী পোকা মরবে?
সলোমন ৩০ ওডি ব্যবহারে বিভিন্ন পোকা যেমনঃ সাদা মাছি, হপার, গুড়া কেঁচো, পাতা মোড়ানো পোকা, পঙ্গপাল, বাদামি গাছ ফড়িং, ঘাসফড়িং, মশা, থ্রিপস, জ্যাসিড, শুঁয়োপোকা, আর্মি ওয়ার্ম, হেলোপেলটিস ইত্যাদি।
সলোমন ৩০ ওডি ব্যবহার পদ্ধতিঃ
সলোমন ৩০ ওডি স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হয়, ব্যবহারের জন্য প্রতি ১ লিটার পানিতে ১ মিলি সলোমন ৩০ ওডি মিশিয়ে উদ্ভিদের গায়ে স্প্রে করতে হবে।
প্রয়োগমাত্রা:
ফসল |
পোকা |
প্রতি লিটার পানিতে |
আম |
পাতা মোড়ানো পোকা, হপার |
১ মিলি |
সাবধানতা !
- সলোমন ৩০ ওডি এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
- সলোমন ৩০ ওডি খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না।
- ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
প্যাকেট সাইজ:
১০০ মিলি।
মূল উপাদান:
বিটা-সাইফ্লুথ্রিন ৯% + ইমিডাক্লোপ্রিড ২১% ।
বাজারজাতকারক কোম্পানি:
বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশ ( Bayer CropScience Limited, Bangladesh )