সুইট কপার
সুইট কপার ৫০ ডব্লিউপি কী?
সুইট কপার হলো রোগ প্রতিরোধ এবং প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক। সুইট কপারের ভিতরে আছে প্রতি কেজিতে ৫০০ গ্রাম কপার অক্সি-ক্লোরাইড বা কপার অক্সিক্লোরাইড। এটি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়।
সুইট কপার ৫০ ডব্লিউ পি কেন ব্যবহার করবেন?
- সুইট কপার ৫০ ডব্লিউ পি ব্যবহার করলে উদ্ভিদের ছত্রাকজনিত রোগ দমন হয়।
- উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়।
- সুইট কপার ৫০ ডব্লিউ পি উদ্ভিদের ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধ করে।
- সুইট কপার ৫০ ডব্লিউ পি ব্যবহার করলে গাছের কপারের চাহিদা পূরণ করে এতে গাছ সুস্থ সবল হয়।
সুইট কপার ৫০ ডব্লিউ পি ব্যবহার সময়ঃ
সুইট কপার মূলত রোগ প্রতিরোধে জন্য ব্যবহার করলে খুবি ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও এটি রোগ দমনে ব্যবহার করা যায়। কোনো ফসল রোপণের পর এটি যে কোনো বয়সে ব্যবহার করা যায়, চাইলে এটিকে মাটি শোধনের জন্য মাটির মধ্য ব্যবহার করা যেতে পারে।
সুইট কপার ৫০ ডব্লিউ পি ব্যবহার পদ্ধতিঃ
সুইট কপার ৫০ ডব্লিউ পি পানির সাথে মিশিয়ে স্প্রে করে ব্যবহার করা যায়। এ-ই জন্য প্রতি লিটারে ২ গ্রাম হারে প্রয়োগ করতে হয়। চাইলে সুইট কপার ৫০ ডব্লিউপি ৩৩ শতক জমিতে ১০০ গ্রাম হারে সারের সাথে মিশিয়ে মাটি শোধনের জন্য ব্যবহার করা যাতে পারে।
প্রয়োগমাত্রাঃ
ফসল | রোগ | ব্যবহার মাত্রা |
লাল শাকের | সাদা মরিচা, রেড রাস্ট | ২.৫ গ্রাম |
সাবধানতা !
- সুইট কপার ৫০ ডব্লিউ পি এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
- সুইট কপার ৫০ ডব্লিউ পি খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না।
- সুইট কপার ৫০ ডব্লিউ পি ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
প্যাকেট সাইজ :
১০০ গ্রাম।
মূল উপাদান :
কপার অক্সি-ক্লোরাইড ৫০% ।
বাজারজাতকারী কোম্পানি :
সুইট এগ্রোভেট লিমিটেড (Sweet Agrovet Limited)