
বেগুন ও শিম ফসলের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে কার্যকরী কীটনাশক সমুহ; Krishigor.com
বেগুন ও শিম ফসলের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে কার্যকরী কীটনাশক সমুহ;
বেগুন ও সিম ফসলের কান্ড ও ডগা অনেক নরম ও রস থাকাই এই ফসলে সব থেকে বেশি পোকার আক্রমণ দেখা যাই, যা অন্য কোন ফসলে দেখা যাই না।
যদি এই ফসল গুলিতে কোন রুপ কিটনাশক না দিয়ে চাষ করা হয় তাহলে এই বেগুন ও সিমের প্রাই সমস্থ ফলের মধ্য পোকার আক্রমন দেখা যাবে তাই কিটনাশক প্রয়োগ বাধ্যতা মুলক হয়ে দাড়িয়েছে ।
বেগুন এবং সিমে কোন কোন কীটনাশক ব্যবহারের মাধ্যমে আপনি এই বেগুন ও সিম ফসলের পোকা দমন করবেন তাই নিয়ে নিচে আলোচনা করা হলো;
বেগুনের ডগা ছিদ্রকারি পোকা দমনের কীটনাশক:
বেগুনের যখন নতুন ডগা সৃষ্টি হয় তার কয়েক দিনের মাথায় (Leucinodes orbonalis) নামক গোত্রের মথ ও মথের লার্ভা বেগুন ও সিমের নতুন নরম ডগার ভিতর ডিম পাড়ে । তার কয়েক দিনের ভিতর ডিম থেকে বাচ্চা বের হয় এই বাচ্চারা ডগা খেয়ে বেচে থাকে ধিরে ধিরে এই বাচ্চা বড় হয়ে বেগুনের ডগা খেতে সুরুকরে তার পরপর ওই কান্ড বা ডগা মারা যায় এবং পরবরতিতে এই পোকা বেগুনের ভিতর ঢুকে বেগুন নষ্ট করে ।
- সমাধান;
ডগা ছিদ্রাকারি পোকা দমনের জন্য বা (পাইরিপ্রোক্সিফেন ৫%+ফেনপ্রোপাথ্রিন ১৫%) গ্রুপের কীটনাশক দিলে এই পোকা দমন করা সম্ভব হয় । এই গ্রুপের কিছু কীটনাশোকের নাম হলো; ইকোসালফান,সুইটপ্রিম ২০ ইসি,এরিক্স প্লাস ইত্যাদি ।
বেগুনের ফল ছিদ্রকারি পোকার দমন:
বেগুনের ফল ছিদ্রকারি পোকা জন্য কিছুটা দায়ি ডগা ছিদ্রকারি পোকা এবং “Cotton bollworm” একটি পূর্ণাঙ্গ বয়স্ক “Cotton bollworm” দেখতে কিছুটা ত্রিভুজ আকার এবং এদের শরিরে হাতদিলে কিছুটা সাদা ও চিকচিক করা পাওডার হাতে লেগে যায় ।
- সমাধানঃ
এই ফল ছিদ্রকারি পোকা দমনের জন্য (অ্যাসিটামিপ্রিড-২০%) গ্রুপের কীটনাশক দিলে “Cotton bollworm” দমন করা যায় । এই গ্রুপের কীটনাশোকের নাম হলো; এ্যাসপর ২০ এসপি, লাইসেটা ২০ এস পি ইত্যাদি ।