
পেঁয়াজের আগাছা দমনে কোন আগাছা নাশক ওষুধ ব্যবহার করবেন
জমিতে যখন জমিতে পেঁয়াজ বা রসুন রোপণ করা হয় তার ঠিক ৭ থেকে ১০ দিন পর জমিতে আগাছা উপস্থিতি লক্ষ্য করা যায়।
আর এই বিভিন্ন আগাছার কারণেই ফসল গুলি রোদ বাতাস ও পুষ্টিহীনতায় ভোগে ও এতে বাড়তি সারের খরচ হয় এবং অবশেষে ফসল থেকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না।
মূলত এই সকল কারণে আগাছা নির্মূল খুবই গুরুত্বপূর্ণ।
আগাছা নির্মূল পদ্ধতি:
পেঁয়াজ ক্ষেতে আগাছা নির্মূলের জন্য দেশে অধিকাংশ মানুষই এখনো নিড়ানি পদ্ধতি অবলম্বন করে তাই এটা খুবই কষ্টকর ও বেশি খরচ হয়।
তবে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজের জমি থেকে আগাছা নির্মূল করা খুবই সহজ ও এতে কম খরচ হয়।
কোন আগাছানাশক ব্যবহার করবেন?
পেঁয়াজ, রসুন, কফি ফসলে আগাছা নির্মূলের জন্য (কুইজালোফপ-পি-ইথাইল) ও (আক্সিফ্লুরফেন) রাসায়নিক উপাদান সমৃদ্ধ আগাছা নাশক ঔষধ ব্যবহার করতে হয়।
“কুইজালোফপ-পি-ইথাইল” ও "আক্সিফ্লুরফেন" এর মূল উপাদান দিয়ে বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন নামে ঔষধ বানিয়ে বাংলাদেশের মধ্য বিক্রি করে।
কুইজালোফপ-পি-ইথাইল
এটি একটি রাসায়নিক উপাদান সমৃদ্ধ আগাছা নাশক ঔষধ ব্যবহার করলে শ্যামা,ক্ষুদে শ্যামা,দূর্বা জাতীয় আগাছা দমন করে।
বি.দ্র.
এই আগাছা নাশক ব্যবহারে পেঁয়াজ বা রসুন ও কফি ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় না বা কোন ক্ষতি হয় না।
সুবিধা:
কুইজালোফপ-পি-ইথাইল ব্যবহারে মূল ফসলের কোন ক্ষতি হয় না, এতে বিশেষ কিছু আগাছা নির্মূল করা সম্ভব হয়।
অসুবিধা:
কুইজালোফপ-পি-ইথাইল আগাছা নাশক ব্যবহার করলে শুধু অল্প কিছু ঘাস যেমন:শ্যামা,ক্ষুদে শ্যামা, বিরকিন্নি, ও দুবলা মারে এছাড়া অন্যান্য ঘাস মারে না।
কুইজালোফপ-পি-ইথাইল সমৃদ্ধ আগাছা নাশকের নাম:
- নিক্তি ৮.৮ ইসি (ন্যাশনাল এগ্রিকেয়ার)
- জি ক্লিন ৫ ইসি (জিএমই এগ্রো লিমিটেড)
- টাইজালো সুপার ৫০ ইসি (সুইট এগ্রো লিমিটেড)
আক্সিফ্লুরফেন (Oxyfluorfen)
রাসায়নিক উপাদান সমৃদ্ধ আগাছা নাশক ঔষধ ব্যবহার করলে শ্যামা,ক্ষুদে শ্যামা,বিরকিনি, ও দুবলা,বথুয়া,কাঁটানটে,বিরকিন্নি,শেয়াল কাঁটা,শাঁকনটে,বনতুলসী ও গাছড়া জাতীয় আগাছা দমন করে।
বি.দ্র.
এই আগাছা নাশক ব্যবহারে পেঁয়াজ বা রসুন ও কফি ফসলের স্বাভাবিক বৃদ্ধি কিছুটা ব্যাহত হয়, তবে কিছুদিন পর তা ঠিক হয়ে যায়। এর সুবিধা হলো এটা ব্যবহার করলে প্রচুর পরিমাণে ভিন্ন ভিন্ন আগাছা মরে।
সুবিধা:
- Oxyfluorfen যুক্ত আগাছা নাশক প্রয়োগ করলে জমি থেকে প্রচুর পরিমাণে আগাছা ধ্বংস করা যায়।
- এটার এটা ব্যবহার করলে নিড়ানি খরচ কমে যায়।
অসুবিধা:
- এটা ব্যবহার করলে মূল ফসল যেমন: পেঁয়াজ রসুন বাঁধাকপির বৃদ্ধি সামান্য বাধাগ্রস্ত হয় কিন্তু পরে তা ঠিক হয়ে যায়।
আক্সিফ্লুরফেন সমৃদ্ধ আগাছা নাশকের নাম:
- অক্সিফ্লোর ২৩.৫ ইসি (ক্লীন এগ্রো)
- এডেকো ২৪ ইসি (সেমকো কর্পোঃ লিঃ)